নীতীশ রানার বিশাল ছক্কা আছড়ে পড়ল সানরাইজার্স হায়দরাবাদের ডাগ আউটের পাশে রাখা ফ্রিজের উপর। ঝনঝন করে ভেঙে গেল কাচ। ৩৬ বলে ৫৪ রান করা রানার ওই শটটাই আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা মুহূর্ত।
টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। বার বার ওপেন করে ব্যর্থ হওয়া অজিঙ্ক রহাণেকে বসিয়ে শুক্রবার অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু তিনি আউট হয়ে যান মাত্র ৭ রান করে। এর পর একে ফিরে যান বেঙ্কটেশ আয়ার এবং সুনীল নারাইন। এর পর শ্রেয়স আয়ারের সঙ্গে জুটি বাঁধেন রানা। সেই সময় উমরান মালিকের বলে একটি ছয় মারেন তিনি। সেই বলটাই ফ্রিজের কাচ ভেঙে দেয়। আশপাশে থাকা ক্রিকেটাররা দৌড়ে নিজেদের মাথা বাঁচান।
আরও পড়ুন:
Nitish Rana broke the fridge 😂 pic.twitter.com/sd7NRxiBWi
— Sohom ᴷᴷᴿ (@AwaaraHoon) April 15, 2022
আরও পড়ুন:
৭ উইকেটে কলকাতাকে হারিয়ে দিল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে কলকাতা তোলে ১৭৫ রান। ১৭.৫ ওভারে সেই রান তুলে নিল হায়দরাবাদ।