সম্প্রতি আরসিবি-র একটি পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যুজবেন্দ্র চহাল। জানিয়েছিলেন, ২০১১ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রাতে তাঁকে মুখে সেলোটেপ লাগিয়ে একটি ঘরে বেঁধে রেখে গিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন। এ বার সেই ঘটনা নিয়ে ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ডারহাম কাউন্টি। ফ্র্যাঙ্কলিন এই মুহূর্তে ডারহামের কোচ।
দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১১-র একটি ঘটনায় আমাদের দলের এক কোচিং স্টাফের নাম যে ভাবে জড়িয়ে গিয়েছে সে ব্যাপারে আমরা জানি। কর্মীদের নিয়ে যে কোনও বিষয়ের ক্ষেত্রেই যেটা করা হয়, সে ভাবেই ক্লাবের তরফে ব্যক্তিগত ভাবে সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে কথা বলা হবে এবং জানার চেষ্টা করা হবে আদৌ ওই ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল কিনা।”