দু’দিন আগেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে ‘অবসৃত আউট’ করেছিল রাজস্থান, যা আইপিএলের ইতিহাসে প্রথম ঘটনা। অধিনায়ক সঞ্জু স্যামসন আগেই এর ব্যাখ্যা দিয়েছিলেন। এ বার মুখ খুললেন অশ্বিন নিজেই। সঞ্জুর সঙ্গেই সুর মিলিয়ে জানিয়ে দিলেন, এই ঘটনা নিয়ে এত মাতামাতি করার কারণ নেই। এটি সামগ্রিক ভাবেই কৌশলগত সিদ্ধান্ত।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তার ব্যাখ্যা করতে গিয়ে অশ্বিন বলেছেন, “এটা পুরোপুরি দলের কৌশল ছিল। রিয়ান পরাগকে আমরা দেখেছিলাম নেটে ভাল ব্যাটিং করতে। গৌতমের ওভার হয়ে যাওয়ার পর নিজেকে একটু সময় দিই। ভেবেছিলাম একটা-দুটো ছক্কা মারতে পারব। সেই চেষ্টাই করেছি। কিন্তু কয়েকটা শটে ভাল টাইমিং করতে পারিনি। তখন ডাগআউটে রিয়ানের মতো ক্রিকেটার বসে রয়েছে। সেই সময়ে ও এসে আমার থেকেও বেশি চালিয়ে খেলতেই পারত। তাই জন্যেই আমি অবসৃত আউট হয়ে ফিরে যাই। কখনও এই সিদ্ধান্ত কাজ করে, আবার কখনও করে না।”