Advertisement
১১ মে ২০২৪
IPL 2022

IPL 2022: হায়দরাবাদের বিরুদ্ধে নিজেই আউট হয়ে যেতে চেয়েছিলেন ডুপ্লেসি! কেন

রবিবারের ম্যাচ যে উইকেটে খেলা হয়েছে সেখানে প্রথম বল থেকে বড় শট খেলা খুব সহজ ছিল না বলেই জানিয়েছেন ডুপ্লেসি। তিনি বলেন, ‘‘কার্তিক দারুণ ফর্মে রয়েছে। উইকেট খুব সহজ ছিল না। প্রথম বল থেকে বড় শট কেউ খেলতে পারেনি। কার্তিকের ক্যাচ ফস্কে যাওয়া শাপে বর হয়েছে। হায়দরাবাদের হাত থেকে খেলা ছিনিয়ে নিয়েছে কার্তিক।’’

ভাল ব্যাট করলেও কেন আউট হতে চাইছিলেন ডুপ্লেসি

ভাল ব্যাট করলেও কেন আউট হতে চাইছিলেন ডুপ্লেসি ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৫:২৮
Share: Save:

সানরাইজার্স হায়দরাবাদকে ৬৭ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাতে বড় ভূমিকা নিয়েছেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। প্রথমে ব্যাট করে ১৯২ রান করে বেঙ্গালুরু। ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন ডুপ্লেসি। কিন্তু তিনি নাকি নিজেই আউট হয়ে যেতে চাইছিলেন। ম্যাচ শেষে তার কারণও জানান তিনি।

ম্যাচ শেষে ডুপ্লেসি তুলে আনেন দীনেশ কার্তিকের প্রসঙ্গ। কার্তিক শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র আট বলে ৩০ রান করেন। তাঁর ব্যাটিং নিয়ে ডুপ্লেসি বলেন, ‘‘কার্তিক যে ভাবে ছক্কা মারছে তাতে আমরা চাইছি ওকে যত বেশি বল খেলতে দেওয়া যায়। সত্যি কথা বলতে আমি এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে নিজেই আউট হতে চাইছিলাম। তা হলে কার্তিক নামতে পারত। নিজেকে রিটায়ার্ড আউট করার কথাও ভাবছিলাম। কিন্তু তার মধ্যেই একটা উইকেট পড়ায় কার্তিক নামে।’’

রবিবারের ম্যাচ যে উইকেটে খেলা হয়েছে সেখানে প্রথম বল থেকে বড় শট খেলা খুব সহজ ছিল না বলেই জানিয়েছেন ডুপ্লেসি। তিনি বলেন, ‘‘কার্তিক দারুণ ফর্মে রয়েছে। উইকেট খুব সহজ ছিল না। প্রথম বল থেকে বড় শট কেউ খেলতে পারেনি। কার্তিকের ক্যাচ ফস্কে যাওয়া শাপে বর হয়েছে। হায়দরাবাদের হাত থেকে খেলা ছিনিয়ে নিয়েছে কার্তিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2022 Faf Du Plessis Dinesh karthik RCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE