Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Jofra Archer

Jofra Archer: সাক্ষাৎকার থামিয়ে বুমরার বোলিংয়ে মজলেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার

লন্ডনের বাড়িতে আর্চারের চোখ ছিল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে। নিজের সাক্ষাৎকার থামিয়েই বুমরার বোলিং দেখতে থাকেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

জোফ্রা আর্চার।

জোফ্রা আর্চার। —ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৪:৫৬
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে যশপ্রীত বুমরার বোলিং দেখে উচ্ছ্বসিত জোফ্রা আর্চার। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের ফাস্ট বোলার। সাক্ষাৎকার থামিয়েই বুমরার বোলিং দেখতে থাকেন।

চোটে জর্জরিত হয়ে ক্রিকেট থেকে আপাতত দূরে তিনি। খেলতে পারবেন না আইপিএলও। তাও আর্চারের মন পড়ে রয়েছে আইপিএলেই। সতীর্থরা কে কেমন ছন্দে রয়েছেন, সেদিকেও নজর রয়েছে তাঁর। আট কোটি টাকা দিয়ে আর্চারকে নিলামে নিয়েছে মুম্বই। পরের দু’বছরের কথা ভেবেই তাঁকে দলে নিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

লন্ডনের বাড়ি থেকেই নিজের ফ্র্যাঞ্চাইজিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আর্চার। তাতেই বুমরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। সাক্ষাৎকারের সময় বেঙ্গালুরুর বাইশ গজে আগুন ছোটাচ্ছিলেন বুমরা। তা নিয়ে আর্চার বলেছেন, ‘‘ওফ দুর্দান্ত। তোমরা এখন ক্রিকেট দেখছ না! বুমরাকে দেখ। ১০ রানে ২ উইকেট নিয়েছে। গোলাপি বলটা দু’দিকেই সুইং করছে। বলটা সব কিছুই করছে।’’

ইনিংসে শেষ পর্যন্ত পাঁচ উইকেট নেন বুমরা। দেশের মাঠে প্রথম বার এই কৃতিত্ব অর্জন করলেও টেস্ট জীবনে অষ্টম বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। ২৯টি টেস্টে অষ্টম বার পাঁচ উইকেট নিয়ে কপিল দেবের নজির স্পর্শ করেছেন তিনি। লন্ডনের বাড়িতে বসেই আর্চারের চোখ ছিল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে। নিজের সাক্ষাৎকার থামিয়েই বুমরার বোলিং দেখতে থাকেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। ২০২৩ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জুটি বাঁধতে তর সইছে না আর্চারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE