আইপিএলে বড় নজির গড়লেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে পর পর পাঁচ মরসুমে ৫০০-র বেশি রান করলেন রাহুল। বিরাট কোহলী, রোহিত শর্মার মতো আইপিএলের সফল ক্রিকেটারদেরও এই কীর্তি নেই।
বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫০০ রান অতিক্রম করেন রাহুল। ১৪ ম্যাচে ৫৩৭ রান হল তাঁর। গড় ৪৮.৮১। স্ট্রাইক রেট ১৩৫.২৬। করেছেন দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান। লখনউয়ের হয়ে সব থেকে বেশি রান করেছেন তিনি। এ বারের আইপিএলে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল। প্রথম স্থানে থাকা রাজস্থানের জস বাটলারের থেকে তাঁর রানের ব্যবধান ৯০।