রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পরে এ বার জরিমানা করা হল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে। সতর্ক করা হয়েছে দলের অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকেও। দু’জনেই আইপিএলের নিয়ম ভেঙেছেন বলে জানা গিয়েছে।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, রাহুল ও স্টোইনিস লেভেল ১ অপরাধ করেছেন। দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করেছেন। রাহুলের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। স্টোইনিসকে জরিমানা না করা হলেও তাঁকে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ হেরে মাঠের মধ্যেই নিজের হতাশা প্রকাশ করেন রাহুল। সেই ভঙ্গি ঠিক ছিল না বলে মনে করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। অন্য দিকে জস হ্যাজেলউডের বলে আউট হওয়ার পরে মাঠেই খারাপ ভাষার ব্যবহার করেন স্টোইনিস। সেই জন্য সতর্ক করা হয়েছে তাঁকে।
প্রথমে ব্যাট করে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির ৯৬ রানের দৌলতে ১৮১ রান করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানে শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। হ্যাজেলউড নেন চার উইকেট। ১৮ রানে ম্যাচ হারেন রাহুলরা।