এ বারের আইপিএল থেকে বিদায় নিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে দু’টি নতুন দলের মধ্যে একটি ফাইনালে পৌঁছে গেলেও পারলেন না লোকেশ রাহুলরা। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের কারণ হিসাবে রাহুল দেখছেন রজত পাটীদারের ইনিংস।
ম্যাচ হেরে রাহুল বলেন, “আমাদের হারের কারণ খুব স্পষ্ট। দুই দলের মধ্যে পতিদার পার্থক্য গড়ে দিল। এক জন ক্রিকেটার এমন ইনিংস খেললে তার দল জিতবেই। আমাদের নতুন দল। অনেক ভুল করেছি, শেখান থেকে শিখতে হবে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। তরুণ দল আমাদের।”
মহসিন খানের প্রশংসা করে রাহুল বলেন, “অনূর্ধ্ব ২৫ ক্রিকেটাররা ভাল খেলেছে। মহসিন খান সবাইকে দেখিয়ে দিয়েছে ও কত ভাল এবং ওর কতটা প্রতিভা রয়েছে।” তিনি আরও বলেন, “মহসিনের এটাই আইপিএলে প্রথম মরসুম। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আরও পরিশ্রম করে আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসতে হবে। আরও বেশি গতি নিয়ে পরের বার আরও ভাল বল করবে মহসিন।”