শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। স্কোরবোর্ডে বড় রান তুলেও শান্তি নেই। প্লে-অফে উঠতে মরিয়া কেকেআর শেষ বল পর্যন্ত তাড়া করল লখনউকে। অবশেষে জিততে পেরে স্বস্তির হাসি লখনউ নেতা কেএল রাহুলের মুখে। প্লে-অফ নিশ্চিত করল তাঁর দল। রাহুল মেনে নিলেন, ক্রিকেটজীবনে এত চাপে খুব কম দিনই পড়েছেন। কেকেআরের লড়াইয়ে কুর্নিশ করলেন তিনি।
ম্যাচের পর রাহুল বলেছেন, “সত্যি এ ধরনের ম্যাচ দেখার জন্য বহু দিন অপেক্ষা করা যায়। এই আইপিএলে এতদিন এত টানটান ম্যাচ খেলার সুযোগ পাইনি। কারণ অনেক ম্যাচই শেষ বল পর্যন্ত পৌঁছয়নি। আজ জয়ী দলের দিকে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। হেরেই যেতে পারতাম। তার পর আক্ষেপ করতাম যে খারাপ ক্রিকেট খেলার জন্যে হেরেছি। সেটা করতে হল না।”