Advertisement
১১ মে ২০২৪
MS Dhoni

MS Dhoni: আবেগ তাড়িত ভক্তের চিঠি হাতে পেয়ে কী উত্তর দিলেন ধোনি

ধোনি চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ায় অনেকে কষ্ট পান। বিস্মিত হন দলের একাধিক ক্রিকেটারও। ভক্তদের একাংশ ধোনির জায়গায় মানতে পারছিলেন না জাডেজাকে।

মহেন্দ্র সিংহ ধোনি।

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২২ ২০:২১
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে তারকাসুলভ হাবভাব নেই কোনও দিনই। বরং ভক্তদের ডাকে সাড়া দেন অনায়াসে। তাঁদের সঙ্গে সহজ ভাবেই মেশেন। ভক্তদের প্রতি চেন্নাই সুপার কিংস অধিনায়কের সহানুভূতি দেখা গেল আরও এক বার।

এক ভক্ত ফ্রেম বাঁধানো একটি চিঠি দিয়ে যান চেন্নাই অধিনায়ককে। ধোনি সেই চিঠিটি শুধু পড়ে রেখে দেননি। তার উপর লিখে দিয়েছেন, ‘দারুণ লেখা, শুভেচ্ছা থাকল।’ লেখার তলায় সইও করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ভক্তের প্রতি ধোনির এই দরদ নেট মাধ্যমে ভাগ করে নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল শুরুর আগে ধোনির চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেওয়া মানতে পারেননি ওই ভক্ত। তিনি ধোনিকেই অধিনায়ক হিসেবে দেখতে চেয়ে চিঠিটি লেখেন। টানা ব্যর্থতার জেরে রবীন্দ্র জাডেজা অধিনায়কত্ব ছেড়ে দিলে আবার নেতৃত্ব দেওয়া হয় অভিজ্ঞ ধোনিকেই। তার পরেই আবেগতাড়িত সেই ভক্তের চিঠিটি প্রকাশ্যে আনল সিএসকে।

আইপিএলে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই এ বার প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও ধোনির জনপ্রিয়তা যে অটুট রয়েছে, তারই প্রমাণ ওই ভক্তের আকুতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni CSK IPL 2022 Ravindra Jadeja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE