Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Surya Kumar Yadav

IPL 2022: ধৈর্য ধরার বার্তা সূর্যের, বিরাট পরীক্ষা পন্থদের

অন্য দিকে, দিল্লির হয়েও ছন্দে রয়েছেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নাররা। অন্য দিকে, কুলদীপ যাদব কেকেআর ম্যাচে চার উইকেট পাওয়ার পরে রীতিমতো ফুটছেন ভাল স্পেল আরসিবির বিরুদ্ধে করতে। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে চলে এসেছে ১০ উইকেট। পেস বিভাগে প্রস্তুত রয়েছেন শার্দূল ঠাকুর, খলিল আহমেদরাও। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে।

সূর্য কুমার যাদন।

সূর্য কুমার যাদন। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৭:৩১
Share: Save:

পাঁচ বারের চ্যাম্পিয়ন। কিন্তু এ বারের আইপিএলে শুরুটা একদম ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। অন্য দিকে, আইপিএলে এ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারা বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগোচ্ছে ছন্দেই। লিগ তালিকার দিকেই তাকালেই তা স্পষ্ট হয়ে যাবে। পাঁচ ম্যাচের মধ্যে একটিও না জিতে দশ দলের আইপিএলে সবার শেষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্য দিকে, পাঁচটির মধ্যে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে নেট রানরেটের নিরিখে ছয় নম্বরে রয়েছে আরসিবি।

আজ, শনিবার দুপুরে ব্রেবোর্ন স্টেডিয়ামে মুম্বইয়ের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। যারা পাঁচটির মধ্যে তিনটিতে জিতে এই মুহূর্তে রয়েছে পাঁচ নম্বরে। অন্য দিকে আরসিবির প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। যারা চারটির মধ্যে দু’টি ম্যাচ জিতে এই মুহূর্তে রয়েছে সাত নম্বরে। লিগ তালিকায় উপরের দিকে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে পৃথ্বী শ’দের।

পাঁচ ম্যাচে দলের জয় নেই। এই পরিস্থিতিতে দলের অন্যতম ভরসা মাঝের সারিতে ব্যাট করতে দক্ষ সূর্যকুমার যাদব ধৈর্য ধরতে বলছেন সমর্থকদের। তাঁর মতে, আগামী দিনে, এই দলই তারকার উপহার দেবে। প্লে-অফে যেতে হলে মুম্বইকে বাকি নয় ম্যাচের মধ্যে আটটিতেই জিততে হবে। এই অবস্থায় কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউয়ের বিরুদ্ধে নামার আগে সূর্যকুমার বলেছেন, ‍‘‍‘এ বার নতুন করে নিলাম হয়েছে। আমরা আগামী তিন-চার বছরের কথা ভেবে দলটাকে তৈরি করছি। আগামী দিনে এই দল থেকেই আপনারা তারকা দেখতে পাবেন।’’ মুম্বই ইন্ডিয়ান্সের এই অবস্থার মাঝে লখনউ সুপার জায়ান্টস আরও চনমনে অবস্থায় রয়েছেন দলে মার্কাস স্টোয়নিস আসায়। পুণের মাঠে তিন ম্যাচ খেলে আসায় মুম্বই এ বার ঘরের মাঠে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। লখনউ সুপার জায়ান্টস আগের ম্যাচগুলিতে শেষের দিকের ওভারে ভাল রান করতে পারেনি। সে কারণেই এই জায়গায় নিশানা বানাতে পারে রোহিতের দল।

এ দিকে, টানা তিন ম্যাচ জিতে বেশ ছন্দেই ছিল আরসিবি। কিন্তু আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার তাদের বড় ধাক্কা দিয়ে গিয়েছে। সেই ম্যাচের আগে বোনের আকস্মিক প্রয়াণে খেলতে পারেননি হর্ষল পটেল। যার অভাব বোঝা গিয়েছিল আরসিবির আগের ম্যাচে। ফ্যাফ ডুপ্লেসির দল আশাবাদী, দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন হর্ষল।

অন্য দিকে, দিল্লির হয়েও ছন্দে রয়েছেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নাররা। অন্য দিকে, কুলদীপ যাদব কেকেআর ম্যাচে চার উইকেট পাওয়ার পরে রীতিমতো ফুটছেন ভাল স্পেল আরসিবির বিরুদ্ধে করতে। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে চলে এসেছে ১০ উইকেট। পেস বিভাগে প্রস্তুত রয়েছেন শার্দূল ঠাকুর, খলিল আহমেদরাও। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে।

আইপিএলে আজ: দিল্লি বনাম আরসিবি (সন্ধে ৭.৩০ থেকে। স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে সম্প্রচার)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Surya Kumar Yadav Mumbai Indians IPL 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE