Advertisement
২৩ মার্চ ২০২৩
Rishi Dhawan

IPL 2022: ঋষির নাসিকা গর্জন নেই! ধোনিদের বিরুদ্ধে নাকে বর্ম পরে নামলেন ধবন

রঞ্জি খেলার সময় ঋষির নাকে চোট লেগেছিল। সেই কারণেই শুরুর দিকের ম্যাচগুলিতে খেলতে পারেননি তিনি। ২০১৬ সালে কিংস ইলেভেন পঞ্জাবের (পঞ্জাব কিংসের আগের নাম) হয়ে শেষ বার আইপিএল খেলেছিলেন ঋষি। এ বারের আইপিএলে সেই দলই তাঁকে ফের কিনে নেয়।

বর্ম পরে ঋষি ধবন।

বর্ম পরে ঋষি ধবন। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১০:৪৭
Share: Save:

ঋষি ধবন বল করতে আসতেই সকলের মনে প্রশ্ন। মুখের উপর হঠাৎ বর্মের মতো কী পরে রয়েছেন তিনি? চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্যাচে শুধু বল হাতে নয়, বর্ম দিয়েও নজর কাড়লেন ঋষি।

বিজয় হজারে ট্রফিতে দুর্দান্ত খেলেছিলেন ঋষি। ব্যাটে, বলে তাঁর দাপট হিমাচল প্রদেশকে ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রফি এনে দেয়। নিলামে ঋষিকে ৫৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল পঞ্জাব। কিন্তু নাকে চোট থাকার কারণে শুরু থেকে খেলানো যাচ্ছিল না তাঁকে। সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম বার এ বারের আইপিএলে মাঠে নামেন তিনি। নাকের চোট পুরোপুরি না সারায় মুখের উপর এক ধরনের বর্ম পরে নেমেছিলেন।

Advertisement

রঞ্জি খেলার সময় ঋষির নাকে চোট লেগেছিল। সেই কারণেই শুরুর দিকের ম্যাচগুলিতে খেলতে পারেননি তিনি। ২০১৬ সালে কিংস ইলেভেন পঞ্জাবের (পঞ্জাব কিংসের আগের নাম) হয়ে শেষ বার আইপিএল খেলেছিলেন ঋষি। এ বারের আইপিএলে সেই দলই তাঁকে ফের কিনে নেয়।

চেন্নাইয়ের বিরুদ্ধে ১১ রানে জিতেছে পঞ্জাব। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ঋষি। শিবম দুবে এবং শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনির মতো ব্যাটারকে সাজঘরে ফেরান এই অলরাউন্ডার।

ম্যাচের আগের দিন পঞ্জাবের টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে ঋষি বলেন, “চার বছর পর আইপিএলে ফিরছি, তাই রঞ্জি খেলতে গিয়ে চোট পাওয়ায় মন ভেঙে গিয়েছিল। অস্ত্রোপচার করতে হয়েছে, সেই কারণেই প্রথম চারটে ম্যাচে খেলতে পারিনি। তবে এখন প্রথম দলে খেলার জন্য আমি তৈরি। প্রচুর অনুশীলন করছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করছি।”

Advertisement

ফুটবল মাঠে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন এক বার তাঁর ক্লাব, টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলার সময় এই ধরনের বর্ম পরেছিলেন। ফুটবল মাঠে অনেককেই মুখে বা মাথায় গার্ড পরে খেলতে দেখা গিয়েছে। তবে ক্রিকেটে আম্পায়ারদের হাতে এক ধরনের গার্ড মাঝে মধ্যে দেখা গেলেও, পেসারের মুখে গার্ড সম্ভবত প্রথম বার দেখা গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.