শেষ পর্যন্ত বিরাট কোহলিকে রানে ফিরতে দেখে স্বস্তিতে তাঁর ভক্তরা। প্রাক্তন ভারত অধিনায়ককে ছন্দে ফিরতে দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও। তিনি মনে করেন, কোহলি নতুন প্রজন্মকে ফের দেখিয়ে দিয়েছেন, ক্রিকেট কী ভাবে খেলতে হয়।
একটি ক্রিকেট ওয়েবসাইটকে শাস্ত্রী বলেছেন, ‘‘বিশ্ব ক্রিকেটের মহাতারকা আবার ছন্দে ফিরে এসেছে। সেটা সে ঘোষণাও করে দিয়েছে। প্লে-অফেও সে আছে, যদি দল পৌঁছতে পারে। যদি দিল্লি ক্যাপিটালস না পৌঁছতে পারে প্লে-অফে, তা হলে দেখুন এর পরে কী হয়।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘এই ঘোষণাটা শুধু সমালোচকদের জন্যই নয়, ক্রিকেটবিশ্বের জন্যও। এটা দেখাতে যে দক্ষতাকে সম্মান করতে হয়, তার থেকে শিখতে হয়।’’
বৃহস্পতিবারের ম্যাচে কোহলির ৭৩ রানের ইনিংস আরসিবিকে ম্যাচ জেতাতে সাহায্য করে গুজরাতের বিরুদ্ধে। এই মরসুমে ১৩ ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। তিন বার ফেরেন শূন্য রানে।