আবারও রানে ফিরলেন বিরাট কোহলী। বৃহস্পতিবার ৭৩ রানের ইনিংস খেলে দলকে জেতাতে এবং প্লে-অফের দৌড়ে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তিনি। গুজরাতকে আট উইকেটে হারিয়ে ইডেন গার্ডেন্সে প্লে-অফ খেলতে আসার সম্ভাবনা এখনও জিইয়ে থাকল আরসিবি-র। শেষ ম্যাচে দিল্লি যদি মুম্বইয়ের কাছে হারে, তা হলেই প্রথম চারে থাকা নিশ্চিত করে ফেলবে বেঙ্গালুরু।
এ দিন প্রথম থেকেই ভাল ছন্দে দেখা যাচ্ছিল কোহলীকে। ফিল্ডিং করতে নেমেও তাঁকে যথেষ্ট সপ্রতিভ লাগছিল। গুজরাতের প্রতিটি উইকেট পতনের সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠছিলেন তিনি। বেঙ্গালুরুর কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন। ফলে ব্যাট হাতে ভাল খেলতেই হত কোহলীকে।