Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Josh Butler

IPL 2022: বাটলারের মাথায় কমলা টুপি, চহালের মাথায় বেগুনি, খুলে নিতে পারবেন কেউ?

টুপির জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ব্যাট হাতে বাটলার বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকলেও, চহালের বেগুনি টুপি পরা এখনও অনিশ্চিত।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১৭:২৬
Share: Save:

আইপিএলে এক দিকে যেমন চলছে দলগত লড়াই, তেমনই চলছে ব্যক্তিগত লড়াই। কমলা টুপি এবং বেগুনি টুপির লড়াইয়ে ব্যস্ত ক্রিকেটাররা। তবে দুই টুপির লড়াইয়ে এগিয়ে রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররাই।

কমলা টুপি রয়েছে জস বাটলারের মাথায়। ১৩টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৬২৭ রান। দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুল একই সংখ্যক ম্যাচ খেলে করেছেন ৪৬৯ রান। তাঁদের মধ্যে তফাৎ ১৫৮ রানের। দুই দলের কাছেই সুযোগ রয়েছে নক আউট পর্বে খেলার। সে ক্ষেত্রে রাহুলের কাছে সুযোগ থাকবে বাটলারকে টপকে যাওয়ার। তৃতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নার বা চতুর্থ স্থানে থাকা শিখর ধবনের পক্ষে বাটলারকে ছোঁয়া বেশ কঠিন।

বেগুনি টুপির লড়াইয়েও শীর্ষে রাজস্থান রয়্যালসের বোলার। যুজবেন্দ্র চহাল ২৪টি উইকেট শীর্ষে রয়েছেন। তবে এখানে লড়াই চলছে কাঁধে কাঁধে মিলিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়ানিন্দু হাসরঙ্গ ১৩টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন। তিন নম্বর রয়েছে কাগিসো রাবাডা। ১২টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২২টি উইকেট। চতুর্থ স্থানে থাকা কুলদীপ যাদব নিয়েছেন ২০টি উইকেট। মহম্মদ শামি নিয়েছেন ১৮টি উইকেট। বেগুনি টুপির জন্য লড়াই চলছে হাড্ডাহাড্ডি। কে শেষ পর্যন্ত এই টুপি নিয়ে যাবেন তার লড়াই চলতে পারে ফাইনাল পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE