Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে হারিয়ে ফের প্লে-অফ স্বপ্ন পঞ্জাবের

প্লে অফে যেতে হলে শেষ তিনটি ম্যাচই জিততে হবে পঞ্জাবকে। এটা জেনেই শেষ তিন ম্যাচের প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে খেলতে নেমেছিল কিংস একাদশ পঞ্জাব। যেমন ভাবা তেমনই কাজ।

দুরন্ত ব্যাট করলেন ঋদ্ধিমান সাহা। ছবি: এএফপি।

দুরন্ত ব্যাট করলেন ঋদ্ধিমান সাহা। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০১৭ ২৩:০১
Share: Save:

পঞ্জাব ২৩০/৩ (২০ ওভার)

মুম্বই ২২৩/৬ (২০ ওভার)

বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রান দূরে থামল মুম্বইয়ের ইনিংস। মুম্বইকে সাত রানে হারিয়ে প্লে-অফয়ের আশা এখনও টিকিয়ে রাখল পঞ্জাব। ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে এখন পঞ্জাব। শেষ ম্যাচ জিতলে প্লে-অফয়ের দরজা খুলতে পারে ম্যাড ম্যাক্স অ্যান্ড কোং।

প্লে অফে যেতে হলে শেষ ম্যাচ জিততেই হবে পঞ্জাবকে। এটা জেনেই শেষ তিন ম্যাচের প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে খেলতে নেমেছিল কিংস একাদশ পঞ্জাব। যেমন ভাবা তেমনই কাজ। কলকাতাকে হারিয়ে গম্ভীরদের সমস্যায় ফেলে বৃহস্পতিবার ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে যাওয়া মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন গাপ্তিল, ম্যাক্সওয়েলরা। অতিরিক্ত আত্মতুষ্টি এর আগের ম্যাচে মুম্বইকে হারের মুখ দেখিয়েছে। পঞ্জাবের সামনে জয় ছাড়া আর কোন উপায় ছিল না। তাই শুরু থেকেই মারমুখি ছিলেন ঋদ্ধিমানরা।

আরও খবর: ড্র করে ফেড কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গল-আইজল

মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন নিচেল ম্যাকক্লেনাঘান, যশপ্রীত বুমরাহ ও কর্ণ শর্মা। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাবের ছন্দেই রান করতে শুরু করে প্লে অফে প্রথম যোগ্যতা অর্জন করা দল। দুই ওপেনারের ব্যাট বলে দিচ্ছিল বড় লক্ষ্য হলেও সেটা পেরিয়ে যেতে তৈরি তাঁরা। কিন্তু পার্থিব পটেল আউট হন ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে। ৩২ বলে সিমন্সের ৫৯ রানের ইনিংস শেষ হয় এই আইপিএল-এর সেরা ক্যাচে। হাওয়ায় ভেসে ম্যাক্সওয়েলের বলে যে ক্যাচটি নিলেন গাপ্তিল সেটি লেখা থাকবে আইপিএল-এর ইতিহাসে। যদিও নো-বলের দাবী জানিয়েছিল মুম্বই। কিন্তু শেষ পর্যন্ত আউটই দিলেন তৃতীয় আম্পায়ার। এরপর রানা, রোহিত ফিরলেও মুম্বইকে ম্যাচে ফিরিয়ে আনেন কেরন পোলার্ড(৫০) এবং হার্দিক পান্ড্য(৩০)। হার্দিক আউট দলেও পোলার্ড শেষ পর্যন্ত লড়াই করে যান। কিন্তু জয় থেকে মাত্র ৭ রান দূরে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ঋদ্ধিমান সাহা। মুম্বইয়ের শেষ ম্যাচ শনিবার ইডেনে কেকেআর-এর সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE