Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জয়ের পরে শাহরুখের টুইটে চাঙ্গা নাইট শিবির

দল যখন ইডেনে জিতছে, তখন সুদূর সানফ্রান্সিসকোয় বসে দলের জয় উপভোগ করছিলেন শাহরুখ খান। যিনি আইপিএল শুরুর আগেই স্লোগান দিয়েছিলেন, ‘দশ কি দাহার, আমি কেকেআর’, সেই শাহরুখ শনিবার রাতে সশরীরে ইডেনে না থাকলেও তাঁর মন পড়ে ছিল এই ইডেনেই।

উৎসব: সানরাইজার্সকে হারিয়ে ইডেনে গম্ভীররা। ছবি: সুদীপ্ত ভৌমিক

উৎসব: সানরাইজার্সকে হারিয়ে ইডেনে গম্ভীররা। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০৩:১৮
Share: Save:

দল যখন ইডেনে জিতছে, তখন সুদূর সানফ্রান্সিসকোয় বসে দলের জয় উপভোগ করছিলেন শাহরুখ খান। যিনি আইপিএল শুরুর আগেই স্লোগান দিয়েছিলেন, ‘দশ কি দাহার, আমি কেকেআর’, সেই শাহরুখ শনিবার রাতে সশরীরে ইডেনে না থাকলেও তাঁর মন পড়ে ছিল এই ইডেনেই।

এক কেকেআর কর্তা জানালেন, নিজের মোবাইলে না কি মাঝে মাঝে খেলা দেখেছেন শাহরুখ। এমনকী জয়ের মুহূর্তও। খেলার পরে একটা টুইটও করেন, ‘‘আমি কেকেআর। ওয়েল ডান মণীশ, রবিন, সুনীল, কুলদীপ, ট্রেন্ট, ইউসুফ আর অন্য সবাই।’’ স্বাভাবিক ভাবেই শাহরুখের এই বার্তায় চাঙ্গা কেকেআর শিবির।

গত বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ এ বার যে ভাবে শুরু করেছিল, তাতে ইডেনে জয়ের খরা হয়তো এ বার কাটবে বলে ভেবেছিল অনেকে। কিন্তু এ বারও তা না হওয়ায় হতাশ তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ইডেনে ম্যাচের পর এ দিন তিনি বলেন, ‘‘ওদের বোলাররাই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে চলে গেল। ১৭২-এ ওদের বেঁধে দেওয়ার পর আমরা জেতার জায়গায় ছিলাম। কিন্তু কেকেআর বোলাররা সেটা হতে দিল না।’’

আরও পড়ুন:

ওপেনারের জায়গা হারিয়েও ক্ষোভ নেই নাইটদের রবিনহুডের

ওয়ার্নারের দলের অভিজ্ঞ পেসার আশিস নেহরা বলেন, ‘‘আমাদের যুবরাজ আর বেন কাটিং যদি আর দশটা বল টিকে থাকতে পারত, তা হলে ম্যাচটা আমরাই নিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু টি-টোয়েন্টি এমনই ফর্ম্যাট। খুব ছোট ছোট ব্যাপার হার-জিতের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে। আজও সেটাই হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE