Advertisement
১৩ অক্টোবর ২০২৪
IPL 2023 Final

চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ার পর জাডেজার পা ছুঁয়ে প্রণাম! কে প্রণাম করলেন অলরাউন্ডারকে?

আইপিএলের রুদ্ধশ্বাস ফাইনালে শেষ ২ বলে ১০ রান তুলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন জাডেজা। এই সাফল্যকে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে কুর্নিশ জানিয়েছেন এক জন।

picture of Ravindra Jadeja

আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর মাঠে জাডেজার পা ছুঁয়ে প্রণাম করেন এক জন। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:৪৯
Share: Save:

আইপিএল ফাইনালের পর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একটি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার কেন্দ্রে চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া নায়ক রবীন্দ্র জাডেজা।

সোমবার গভীর রাতে খেলা শেষ হওয়ার পর চেন্নাইয়ের ক্রিকেটারদের স্ত্রী, সন্তানরাও তাঁদের সঙ্গে উচ্ছ্বাসে সামিল হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। তিনি গুজরাতের বিজেপি বিধায়কও। মাঠে সবার সামনেই জাডেজার পায়ে হাত দিয়ে প্রমাণ করেন রিভাবা। বিষয়টি নজর এড়ায়নি স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের। তাঁদের কয়েক জন ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

মাঠে নামার পর রিভাবা হঠাৎ জাডেজার পা ছুঁয়ে প্রমাণ করেন। সে সময় জাডেজার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত স্বাভাবিক। পরে বিধায়ক স্ত্রীকে জড়িয়ে ধরেন জাডেজা। কেউ রিভাবার এই আচরণের প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, স্বামীর সাফল্যকে এ ভাবেই কুর্নিশ জানাতে চেয়েছেন বিজেপি বিধায়ক। এটাই ভারতীয় সংস্কৃতি। অনেকে আবার সমালোচনাও করেছেন।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ফাইনালের শেষ ২ বলে জয়ের জন্য ১০ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। ছয় এবং চার মেরে চেন্নাইকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েছেন জাডেজা। এই নিয়ে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্সের নজির স্পর্শ করল মহেন্দ্র সিংহ ধোনির দল।

অন্য বিষয়গুলি:

IPL 2023 Ravindra Jadeja Rivaba Jadeja CSK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE