Advertisement
০৪ মে ২০২৪
Novak Djokovic

ফরাসি ওপেনে নতুন বিতর্ক জোকোভিচকে ঘিরে, কী করেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক?

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশা মতো সহজ জয় পেয়েছেন জোকার। সেই জয়ের পর তাঁর একটি মন্তব্যে রাজনীতি দেখছেন অনেকে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

picture of Novak Djokovic

ফরাসি ওপেন খেলতে গিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন জোকার। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৭:৫২
Share: Save:

বিতর্কে জড়িয়ে পড়লেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পর টেলিভিশনের ক্যামেরায় কসোভো নিয়ে নিজের মতামত লিখে দেন। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের বক্তব্য জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

প্রথম রাউন্ডে আলেকজান্ডার কোভাসেভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ ব্যবধানে হারিয়েছেন জোকোভিচ। সহজ জয়ের পর কোর্ট ছাড়ার আগে তাঁর সই বা শুভেচ্ছা বার্তার জন্য এগিয়ে দেওয়া হয় টেলিভিশন ক্যামেরার লেন্স। সেখানে জোকোভিচ লেখেন, ‘‘কসোভো হল সার্বিয়ার হৃদয়। হিংসা বন্ধ হোক।’’ তাঁর এই লেখা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর বক্তব্যের মধ্যে সার্বিয়ার রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্থান প্রকাশ পেয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন এলাকা হিসাবে আত্মপ্রকাশ করেছিল কসোভো। তার আগে সার্বিয়ারই একটি প্রদেশ ছিল কসোভো। রাষ্ট্রপুঞ্জের ১০১টি সদস্য দেশ কসোভোকে এখনও সার্বিয়ার অংশ বলেই মনে করে। সার্বিয়াও কসোভোর পৃথক অস্তিত্বকে স্বীকৃতি দেয় না। আবার আমেরিকা-সহ ১১৫টি দেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। ১৯৯৯ সাল থেকে কসোভো রয়েছে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে। দক্ষিণ ইউরোপের এই অংশে ১৯ লক্ষ মানুষের বসবাস। স্বাধীন এবং সার্বভৌম্য রাষ্ট্রের দাবিতে এখনও লড়াই-আন্দোলন চালাচ্ছে কসোভোর সাধারণ মানুষ। সেই কসোভোকে সার্বিয়ার অংশ বলে মন্তব্য করেছেন জোকোভিচ। পরে নিজের লেখার সপক্ষে জোকার বলেছেন, ‘‘কসোভো আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসোভো আমাদের দুর্গ। কসোভো নিয়ে ক্যামেরার লেন্সে আমার লেখার পিছনে অনেক কারণ রয়েছে।’’

ন্যাটোর শান্তি বাহিনীর সদস্যরা সার্ব বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। নবনির্বাচিত আলবেনিয়ান মেয়রের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন স্থানীয় সার্বরা। তাঁরা মেয়র নির্বাচনেও অংশ নেননি। প্রথমে তারা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ২৫ জন নিরাপত্তা কর্মী এবং ৫০ জন বিক্ষোভকারী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার পর জোকোভিচের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে ফরাসি ওপেনের আসরে অবাঞ্ছিত ভাবে রাজনীতি টেনে আনার অভিযোগে সরব হয়েছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ। যদিও জোকোভিচ বলেছেন, ‘‘আমি রাজনীতিবিদ নই। রাজনৈতিক বিতর্ক তৈরি করার কোনও আগ্রহ নেই আমার। জানি বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি শুধু মনের কথা বলেছি। কারণ যা ঘটেছে, সেটা আমাকে দুঃখ দিয়েছে।’’

কেন ফরাসি ওপেনের আসরে এই মন্তব্য করলেন? জোকোভিচ বলেছেন, ‘‘কসোভোয় যা হয়েছে, এক জন সার্ব হিসাবে আমি ব্যথিত। যে কোনও ধরনের হিংসা বা অশান্তির বিরুদ্ধে আমি। যুদ্ধ চাই না। এক জন খ্যাতনামী হিসাবে আমার কিছু দায়িত্ব রয়েছে। আমার বাবার জন্ম কসোভোয়। তাই আমার বাড়তি কিছু দায়িত্ব রয়েছে। কসোভো নিয়ে আমার আবেগ রয়েছে। সব সময় দেশ এবং দেশবাসীর পাশে থাকতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE