আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এ বারেই অবসৃত আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সিদ্ধান্ত নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। দলের সিদ্ধান্ত না অশ্বিনের, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।
রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সে বিতর্ক ঢাকা দেওয়ার চেষ্টা হলে, প্রশ্ন ওঠে যৌক্তিকতা নিয়ে। কারণ ছন্দে থাকা ব্যাটার অশ্বিনকে সাজঘরে ফিরিয়ে নিয়ে তেমন লাভবান হতে পারেনি রাজস্থান। প্রতিযোগিতার প্লে-অফ পর্বের আগে আবার সেই বিতর্কেই যেন ঘি ঢাললেন অশ্বিন।
অশ্বিন বলেছেন, ‘‘অবসৃত আউটের সিদ্ধান্ত নেওয়া বেশ ঝুঁকির হলেও কিছু সুবিধাও দিতে পারে।’’ এই ‘দিতে পারে’ নিয়েই বিতর্ক। কারণ রাজস্থান সুবিধা পায়নি এই বিরল সিদ্ধান্ত নিয়ে।