Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL 2023

দেশ জুড়ে শুধু ‘ধোনি ধোনি’, রোহিতের কথা কেউ বলছেই না! আইপিএলের মাঝেই অসন্তুষ্ট গাওস্কর

আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের যতটা প্রশংসা হয় ততটা হয় না রোহিত শর্মার। এতে অসন্তুষ্ট সুনীল গাওস্কর। প্রশ্ন তুলেছেন তিনি।

MS Dhoni and Rohit Sharma

আরও এক বার আইপিএল জয়ের লক্ষ্যে নেমেছেন মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ২১:৩১
Share: Save:

এ বারের আইপিএলেও অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির মগজাস্ত্রের কথা হয়েছে। মাঠের মধ্যে বোলার থেকে ফিল্ডারদের পরিবর্তন করে জয় ছিনিয়ে নেওয়ার কথা হয়েছে। কিন্তু অধিনায়ক হিসাবে রোহিত শর্মার কথা কেন হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর।

সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, ‘‘রোহিত ওর যোগ্য সম্মান পায় না। মুম্বইয়ের হয়ে পাঁচ বার আইপিএল জিতেছে। একটা উদাহরণ দিই। আকাশ মাধওয়াল ওভার দ্য উইকেট থেকে আয়ুষ বাদোনিকে আউট করল। পরের বলেই রাউন্ড দ্য উইকেটে গিয়ে নিকোলাস পুরানকে আউট করল। সাধারণত কোনও বোলার যে দিক থেকে উইকেট পায়, পরের বলও সে দিক থেকেই করার চেষ্টা করে। কিন্তু আকাশ সেটা করেনি। বোঝাই যাচ্ছিল, সবটাই পরিকল্পনার ফসল। আর তাতে রোহিতেরও অবদান রয়েছে।’’

তার পরেই ধোনির প্রসঙ্গ আনেন গাওস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘যদি এটা চেন্নাইয়ের কোনও বোলার করত তা হলে সবাই বলত ধোনির পরিকল্পনায় পুরান আউট হয়েছে। কিন্তু রোহিতের ক্ষেত্রে সেটা কেউ বলল না। সবাই শুধু ধোনি ধোনি করে।’’

এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেহাল ওয়াধেরাকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘সেই সময় এক জন ব্যাটারের দরকার ছিল। তাই রোহিত ওকে নামিয়েছে। নেহালের ব্যাটেই ১৮২ করেছিল মুম্বই। না হলে হয়তো খেলার ফল অন্য রকম হত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 Rohit Sharma MS Dhoni Sunil Gavaskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE