আমাদের কলকাতা নাইট রাইডার্স টিমে কয়েকটা ব্যাপারকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। যেমন, টিম ওয়ার্ক, একে অন্যের পাশে দাঁড়ানো এবং দলের সাফল্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়া।
স্বাভাবিক ভাবেই একটা ম্যাচে কোনও এক জন সর্বোচ্চ রান করবে, সবচেয়ে বেশি উইকেট নেবে। কিন্তু আমরা বলি, এক জনের সামান্যতম অবদানও ম্যাচ জিততে সাহায্য করে। তবে এই ফর্ম্যাটের ক্রিকেটে আরও একটা ব্যাপার ঘটে। খুব কম হলেও ঘটে। যখন কোনও এক জন ক্রিকেটার অতিমানবীয় পারফরম্যান্সে একাই ম্যাচ ঘুরিয়ে দেয়।
সানরাইজার্স হায়দরাবাদ টিমের সবার প্রতি সম্মান দেখিয়েই বলছি, আমরা দিন কয়েক আগে হায়দরাবাদে স্রেফ ‘ওয়ার্নারড’ হয়ে গিয়েছিলাম। ডেভিড ওয়ার্নার একাই আমাদের হারিয়ে দিল। তবে এটাও বলব, আমরাও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। ওয়ার্নারের মতো আক্রমণাত্মক ক্রিকেটার আপনাকে এক-আধটা সুযোগ ঠিকই দেবে। ও সেটা দিয়েও ছিল, কিন্তু আমরা সেই সুযোগ নিতে পারিনি।