রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের সৌজন্যে ইডেনে ২৫ মে এলিমিনেটরে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার রাতে মুম্বইয়ে আরসিবির টিম হোটেলে মাঝ রাত পর্যন্ত চলে উৎসব। তার ভিডিয়োও তুলে ধরা হয় বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু শুধু উৎসবেই থেমে থাকেননি বিরাট। শনিবার রাত থেকেই প্লে-অফের ছক কষা শুরু হয়ে গিয়েছে তাঁর শিবিরে।
ইডেনেই জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৯ সালে। শেষ আন্তর্জাতিক সেঞ্চুরিও ইডেনে। ২০১৯ সালের নভেম্বরে দিন-রাতের টেস্টে। এমনকি আইপিএলে শেষ সেঞ্চুরিও এখানেই। ৫৮ বলে ১০০ রান করেছিলেন সে দিন। ইডেন তাঁর বহু সাফল্যের সাক্ষী। এ বার স্মরণীয় সেই মাঠকে কিছু ফিরিয়ে দিতে মরিয়া প্রাক্তনভারতীয় অধিনায়ক।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচেই ছন্দে ফিরেছেন বিরাট। ৫৪ বলে ৭৩ রান করে ম্যাচের নায়ক তিনি। আসন্ন এলিমিনেটর নিয়ে বিরাট কতটা উত্তেজিত, তাঁর টুইটার দেখলেই অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথম টুইটে দেখা যাচ্ছে বিমানের একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘‘কলকাতা’’। দ্বিতীয় টুইটে ফ্যাফ ও ম্যাক্সওয়েলের সঙ্গে একটি ছবি তুলে ধরেছেন।