আইপিএলের প্লে-অফে ওঠার আগেই ছিটকে গিয়েছে আরসিবি। আরও এক বার স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলির। কিন্তু তিনি এখনও আইপিএলে রয়েছেন। শুধু তাই নয়, মহেন্দ্র সিংহ ধোনির দলের সমর্থকদের রক্ষাও করলেন তিনি।
রবিবার আমদাবাদে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফাইনাল শুরু হওয়ার অনেক আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে বৃষ্টি চলে। সেই সময় গ্যালারিতে আশ্রয় পেলেও খেলা ভেস্তে যাওয়ার পরে মাঠ থেকে বার হওয়ার সময় সমস্যায় পড়েন চেন্নাই সমর্থকরা। তখনই কোহলির সাহায্য পান তাঁরা।
Kohli-Kohli chants in final Match of IPL as King providing them a shelter.
— Shaurya (@Kohli_Dewotee) May 29, 2023
The Aura of God Virat Kohli! 🙇🏻 pic.twitter.com/DBSct4hukQ
আরও পড়ুন:
আসলে মাঠে কোহলির একটি বড় পোস্টার ছিল। সেই পোস্টারকেই ছাতার মতো ব্যবহার করেন ধোনিভক্তরা। বিরাটের পোস্টার মাথায় উপরে নিয়ে মাঠ থেকে বার হন তাঁরা। তখন তাঁদের মুখে ‘কোহলি, কোহলি’ চিৎকার। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার একটানা বৃষ্টি হওয়ার খেলা সম্ভব হয়নি। বেশি কিছু ক্ষণ অপেক্ষা করার পরে আম্পায়াররা জানিয়ে দেন, রবিবার খেলা হবে না। সোমবার রিজার্ভ ডে হিসাবে রয়েছে। সে দিন খেলা হবে। তবে সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি সে দিনও অন্তত ৫ ওভার করে মোট ১০ ওভার খেলা না হয় তা হলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যাবে হার্দিক পাণ্ড্যর গুজরাত। রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হবে ধোনির চেন্নাইকে।