মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর স্বপ্নের ইনিংসের রেশ এখনও ছড়িয়ে রয়েছে ক্রিকেটবিশ্বে। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঋদ্ধিমানের ৯৩ রানের ইনিংসের সৌজন্যে সাত রানে জয় পেল কিংগস ইলেভেন পঞ্জাব।
কিন্তু জয়ের নায়ক ওয়ার্ম আপের সময়েও জানতেন না তিনি ওপেন করতে চলেছেন। ম্যাচ শেষে ঋদ্ধিমান বলছেন, ‘‘ওয়ার্ম আপের সময়েও জানতাম না আমি ওপেন করব। ড্রেসিংরুমে ফেরার পরেই সহবাগ আমাকে বলেছিল ওপেন করব।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘ভাগ্য আমার সঙ্গে ছিল বলেই রানগুলো পেলাম। কিন্তু আমার লক্ষ্য ছিল শুরুতে বেশ কয়েকটা বড় শট খেলা।’’
জয়ের সৌজন্যে প্লে-অফের অঙ্ক আরও জমিয়ে দিয়েছে কিংগস ইলেভেন। চাপ বাড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের ওপর। পরের ম্যাচে আবার পুণে সুপারজায়ান্টের সামনে পঞ্জাব? জয়ের হ্যাটট্রিক করতে পারবে তাঁর দল? ঋদ্ধিমান বলছেন, ‘‘শেষ তিন ম্যাচে আমরা এমন ভাবে খেলেছি যেন কিছু হারানোর নেই। বোলিং হোক কি ফিল্ডিং, নিজেদের স্বাভাবিক খেলাটা আমরা খেলেছি। কলকাতা আর মুম্বইকে হারালাম। পুণের বিরুদ্ধেও ভাল কিছু করতে চাই।’’
২৩০ রানের মতো বড় স্কোর তুললেও শেষ ওভার অবধি গড়ায় ম্যাচ। মোহিত শর্মার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ফিনিশিং লাইনে পৌঁছয় পঞ্জাব। ঋদ্ধিমান বলছেন, ‘‘ম্যাচটা পুরো রোলার কোস্টারের মতো ছিল। শেষ ওভারে স্লোয়ার বল দেওয়ার পর পোলার্ড ছয় মারে মোহিতকে। তারপর দেখলাম ম্যাক্সওয়েল ওকে বলল ইয়র্কার দিতে কারণ পোলার্ড ক্লান্ত হয়ে পড়েছে।’’