ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সি কি ‘অভিশপ্ত’? ক্লাবের অনেক ফ্যানেরাই আজকাল এই প্রশ্নটা করছেন। রেড ডেভিলসদের হয়ে যে ফুটবলারই এই জার্সি গায়ে চড়িয়েছেন তাঁদেরই ক্লাব বা ফর্মহারা হতে হয়েছে। এরিক ক্যান্টোনা, ব্রায়ান রবসন থেকে শুরু করে ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা হালফিলের মেমফিস ডিপে— খেলার স্টাইল থেকে শুরু করে প্রায় সব কিছুতেই অমিল থাকলেও এঁদের প্রত্যেকেরই একটা বিষয়ে মিল রয়েছে। ম্যান ইউয়ের হয়ে এঁরা প্রত্যেকেই ৭ নম্বরের জার্সি পড়ে মাঠে নেমেছেন। গ্যালারিতে রইল এমন কয়েক জন বিখ্যাত ফুটবলারদের গল্প।
আরও পড়ুন