আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান শশাঙ্ক মনোহর কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে ‘মৃতপ্রায়’ বলে চিহ্নিত করেছিলেন। কিন্তু এরই উল্টো সুরে কথা বললেন আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন।
কুড়ি ওভারের ক্রিকেটের উত্থানে কি টেস্ট ক্রিকেট তার জৌলুস হারাচ্ছে? শশাঙ্ক মনোহর ফেব্রুয়ারির গোড়ায় বলেছিলেন যে মানুষের আর সময় নেই পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার। টেস্ট ক্রিকেট মৃতপ্রায় বলেও মন্তব্য করেন তিনি।
গত বছর আইসিসি-র সমীক্ষা থেকে পাওয়া সংখ্যার ভিত্তিতে মনোহরের উল্টো সুরে মন্তব্য করেন রিচার্ডসন। তবে শশাঙ্কের বিরোধিতা যে তিনি করছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন আইসিসি-র সিইও। এক ক্রিকেট ওয়েবসাইটে রিচার্ডসনের কথায়, “মনোহর বোঝাতে চেয়েছেন যে টেস্ট ক্রিকেটে আরও তাৎপর্য আনা দরকার। অনেক ক্ষেত্রেই এমন সিরিজ হয়, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে যার কোনও আকর্ষণ থাকে না।”