Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঘূর্ণি পিচেও তিন উইকেট ঈশানের, চাপে তামিলনাড়ু

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন থেকেই পিচের সাহায্য পেতে শুরু করেছেন স্পিনাররা।

উচ্ছ্বাস: তামিলনাড়ুর বিরুদ্ধে উইকেট তুলে ঈশানের হুঙ্কার। ছবি: পিটিআই।

উচ্ছ্বাস: তামিলনাড়ুর বিরুদ্ধে উইকেট তুলে ঈশানের হুঙ্কার। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৪:১৫
Share: Save:

তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের শুরতেই দুরন্ত পারফরম্যান্স বাংলার বোলারদের। ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক ও আমির গনির দাপটে প্রথম দিনের শেষে তামিলনাড়ুর স্কোর ২১৮-৭। ২১ ওভার বল করে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন ঈশান। দু’টি করে উইকেট নেন অফস্পিনার গনি ও বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত।

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন থেকেই পিচের সাহায্য পেতে শুরু করেছেন স্পিনাররা। এই উইকেটেও সোজাসুজি বল করে সফল বাংলার প্রতিশ্রুতিমান পেসার। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে ফোনে ঈশান বলেন, ‘‘পিচ থেকে পেসারদের কিছু পাওয়ার নেই। প্রথম দিন থেকেই বল নিচু হয়ে যাচ্ছে। তাই উইকেটের সোজাসুজি বল করার পরিকল্পনা করেছিলাম। তাতেই সফল হয়েছি।’’

তামিলনাড়ুর অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান অভিনব মুকুন্দ (৯)-এর উইকেট নেন ঈশান। তাঁর তিনটি উইকেটের মধ্যে এটিকেই সেরা বাছলেন বঙ্গ পেসার। ঈশানের কথায়, ‘‘মুকুন্দ আমার বল বুঝতে পারেনি। বল নতুন ছিল তাই একটু বেশি বাউন্স করেছে। সামলাতে না পেরে গালিতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ওকে। এটাই অন্যতম সেরা শিকার হিসেবে দেখছি।’’ তিনি আরও বলেন, ‘‘বাকি দু’টি উইকেট পেয়েছি রিভার্স সুইং করিয়ে। কৌশিক গাঁধী ও জে কৌশিক আমার বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়।’’

গাঁধী ও বি অপরাজিতের ৭৩ রানের জুটি ছাড়া তামিলনাড়ুর ইনিংসে কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। ৫১ রান করেন কৌশিক। অপরাজিত ক্রিজে রয়েছেন ৮১ রানে। বৃহস্পতিবার সকালে তাঁর উইকেটটি সব চেয়ে দ্রুত ফেলতে চান ঈশানরা। ‘‘দ্বিতীয় নতুন বল এখনও পুরনো হয়নি। তাই যত দ্রুত অপরাজিতকে ফেরাতে পারব, তত আমাদের সুবিধা। ও-ই তামিলনাড়ুর ব্যাটিংয়ের স্তম্ভ,’’ মত ঈশানের।

বাংলার বোলিং পারফরম্যান্সে খুশি অধিনায়ক মনোজ তিওয়ারিও। তিনি বলেন, ‘‘বোলারদের জন্যই প্রথম দিন আমরা ভাল জায়গায় রয়েছি। কিন্তু এখন থেকেই স্বস্তিবোধ করলে চলবে না। কাল সকালে যত কম রানের মধ্যে পারা যায় ওদের অল আউট করে দিতে হবে। তার পরে ব্যাটসম্যানদের দায়িত্ব।’’

মনোজ মনে করেন, ব্যাটসম্যানেরা যদি দায়িত্ব নেয়, তা হলে বিপক্ষের উপর আরও চাপ সৃষ্টি করা যাবে। অধিনায়ক বলছেন, ‘‘ওদের কম রানের মধ্যে অল আউট করে আমরা যদি বড় রান করতে পারি, তা হলে দ্বিতীয় ইনিংসে ওদের চাপে ফেলা যাবে। দ্বিতীয় দিনে সেটার লক্ষ্যেই আমাদের ব্যাট করতে হবে।’’

স্কোরকার্ড

তামিলনাড়ু ২১৮-৭

বাংলা

তামিলনাড়ু (প্রথম ইনিংস)
কৌশিক গাঁধী এলবিডব্লিউ বো ঈশান ৫১
অভিনব মুকুন্দ ক কৌশিক বো ঈশান ৫
বি অপরাজিত ব্যাটিং ৮১
বি ইন্দ্রজিৎ বো প্রদীপ্ত ০
জগদীশন ক ঋত্বিক বো প্রদীপ্ত ৩৯
বি অনিরুদ্ধ এলবিডব্লিউ বো গনি ৭
জে কৌশিক এলবিডব্লিউ বো ঈশান ১
সাই কিশোর ক মনোজ বো গনি ৯
এম মহম্মদ ব্যাটিং ১৪
অতিরিক্ত ৭
মোট ২১৮-৭
পতন: ১-২১ (মুকুন্দ, ১০.১), ২-৯৪ (গাঁধী, ৩৯.১), ৩-৯৫ (ইন্দ্রজিৎ, ৪২.১), ৪-১৫৫ (জগদীশন, ৬৫.৪), ৫-১৬৭ (অনিরুদ্ধ, ৬৮.২), ৬-১৭০ (কৌশিক, ৭১.৪), ৭-১৮৬ (কিশোর, ৭৭.৩)।
বোলিং: অশোক ডিন্ডা ১২-৫-১৫-০, আমির গনি ২৩-২-৬৬-২, ঈশান পোড়েল ২১-১১-২৯-৩, প্রদীপ্ত প্রামাণিক ২৩-৫-৬৯-২, ঋত্বিক চট্টোপাধ্যায় ৭-২-১১-০, অনুষ্টুপ মজুমদার ৪-০-২৩-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Ishan Porel Ranji Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE