Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ন’উইকেট নিয়ে সুর নরম ইশান্তের

কথায় নয়, পারফরম্যান্সে আগ্রাসী হতে চান ইশান্ত শর্মা। শ্রীলঙ্কায় বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে, তাদের উদ্দেশে আপত্তিকর অঙ্গভঙ্গি করে এক টেস্টের জন্য ব্যান হওয়ার পর এখন এই উপলব্ধির কথা শোনাচ্ছেন বিরাট কোহলির দলের নির্ভরযোগ্য পেসার ইশান্ত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ০৪:১৫
Share: Save:

কথায় নয়, পারফরম্যান্সে আগ্রাসী হতে চান ইশান্ত শর্মা।

শ্রীলঙ্কায় বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে, তাদের উদ্দেশে আপত্তিকর অঙ্গভঙ্গি করে এক টেস্টের জন্য ব্যান হওয়ার পর এখন এই উপলব্ধির কথা শোনাচ্ছেন বিরাট কোহলির দলের নির্ভরযোগ্য পেসার ইশান্ত।

ন’উইকেট নিয়ে রবিবার রঞ্জি ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে দিল্লিকে জিতিয়ে ইশান্ত বলেন, ‘‘ম্যাচে যদি আধিপত্য বিস্তার করতে হয়, তা হলে আগ্রাসী হতেই হবে। কিন্তু কথায় নয়, পারফরম্যান্সে।’’

শাস্তির খাঁড়া ঘাড়ে এসে পড়ায় এখন যে তিনি অনেকটা নরম, রঞ্জি ম্যাচে গত চার দিনে তারই প্রমাণ মিলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। সারা ম্যাচে এক বারও মেজাজ হারাতে দেখা যায়নি তাঁকে। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও তিনি বেশ নম্র, ভদ্র। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় বোলিং দুর্বল হয়ে পড়বে কি না, জিজ্ঞাসা করায় ইশান্ত বলেন, ‘‘ক্রিকেট টিমগেম। ভারতের ইশান্ত শর্মাকে প্রয়োজন না পড়লেও ইশান্ত শর্মার ভারতকে দরকার।’’ তবে ওয়ান ডে টিম থেকে বাদ পড়ায় যে তিনি বেশ হতাশ ও ক্ষুব্ধ, তা তাঁর কথাতেই স্পষ্ট। প্রসঙ্গটা তোলায় তিনি বলেন, ‘‘প্রশ্নটা বরং অন্য কাউকে জিজ্ঞাসা করুন (পড়ুন নির্বাচকদের), আমাকে নয়। আমি শুধু পারফর্ম করে দেখাতে পারি। সেটাই করছি। আমার হাতে যেটা আছে, সেটাই করতে পারি। এ ছাড়া আর কী করব, বলুন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE