উত্তপ্ত: খেলা বন্ধ। চেন্নাইয়ে রেফারিকে ঘিরে উত্তেজনা। আইএসএল
আইএসএলে ফের বিতর্কের কেন্দ্রে রেফারি। শুক্রবার চেন্নাইয়িন এফসি বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচে চতুর্থ রেফারির নির্দেশে গোল বাতিল করলেন ওমপ্রকাশ ঠাকুর। যার জেরে ম্যাচ বন্ধ থাকল প্রায় পাঁচ মিনিট।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের পরে সৌদি আরবের রেফারি তুর্কি মহম্মদ আল খুদায়েরের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণের চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন মুম্বই সিটি এফসি কোচ হর্হে কোস্তা। যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। এ বার শিরোনামে এক ভারতীয় রেফারি।
শুক্রবার দক্ষিণের ডার্বিতে চেন্নাইয়িন এফসি বনাম কেরল ব্লাস্টার্স দ্বৈরথ নিয়ে উত্তেজনা এমনিতেই তুঙ্গে ছিল। নির্বাসিত থাকায় রিজার্ভ বেঞ্চে বসতে পারেননি কেরল কোচ এলকো সাতৌরি। এই পরিস্থিতিতে শুরুতেই বিপর্যয় নেমে আসে কেরল শিবিরে। ম্যাচের চার মিনিটে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন আন্দ্রে সেমব্রি। ১৪ মিনিটে সমতা ফেরান কেরলের বার্থোলোমেউ ওগবেচে। এর এগারো মিনিট পরেই বিতর্কের সূত্রপাত।
মাঝমাঠে চেন্নাইয়ের অনিরুদ্ধ থাপা পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেন কেরলের সত্যসেন সিংহকে। অথচ রেফারি ফাউল দেন চেন্নাইয়ের অনুকূলে। দ্রুত ফ্রি-কিক নেন নেরিউস ভাল্সকিস। বল ধরে সেমব্রি কেরলের বক্সে ঢুকে পাস দেন ভাল্সকিসকেই। গোল করেন তিনি। উত্তপ্ত হয়ে ওঠে আবহ। এই গোল বাতিল করার দাবি জানাতে শুরু করেন কেরল দলের ফুটবলারেরা। প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে ম্যাচ। এর পরেই চতুর্থ রেফারি গোল বাতিল করার নির্দেশ দেন ওমপ্রকাশকে। জানা গিয়েছে, রেফারিকে তিনি বলেন, ফাউল করেছেন চেন্নাইয়ের অনিরুদ্ধ। তাই ফ্রি-কিক পাবে কেরল। এর পরেই গোল বাতিল করে দেন ওমপ্রকাশ। প্রতিবাদ জানায় চেন্নাই। শুরু হয়ে যায় দু’দলের ফুটবলারদের মধ্যে সংঘর্ষ। প্রায় পাঁচ মিনিট পরে পরিস্থিতি শান্ত হলে ম্যাচ শুরু হয়। সঙ্গে সঙ্গেই ভাল্সকিসের পাস থেকে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন লালিয়ানজ়ুয়ালা ছাংতে। ৪০ মিনিটে নিজেই গোল করেন ভাল্সকিস। প্রথমার্ধে ১-৩ পিছিয়ে পড়ার ধাক্কা সামলাতে পারেনি কেরল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন এলি সাবিয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy