জয়সূচক গোল করলেন রেনিয়ার ফার্নান্ডেজ(বাঁ দিকে)।—ছবি আইএসএল।
আইএসএলের খেতাবি দৌড়ে প্রত্যাবর্তন মুম্বই সিটি এফসি-র। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে এখন মহম্মদ আমিনেরা। সমসংখ্যক ম্যাচ খেলে জামশেদপুর এফসিরও পয়েন্ট ১৩। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে সুব্রত পালেরা।
বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন মুম্বই কোচ হর্হে কোস্তা। ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মুম্বই। কিন্তু বিপিন সিংহের শট শরীর ছুড়ে বাঁচান জামশেদপুর গোলরক্ষক সুব্রত পাল। ১৫ মিনিটে গোল করে মুম্বইকে এগিয়ে দেন পাওলো মাচাদো। ঘরের মাঠে গোল করে জামশেদপুরকে ম্যাচে ফেরান খোসে লুইস এসপিনোসা (তিরি)। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আমিনেকে তুলে দিয়েগো কার্লোসকে নামান কোস্তা। এ দিন একেবারই ছন্দে ছিলেন না আমিনে। কার্লোস নামায় আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে মুম্বইয়ের। ৫৬ মিনিটে মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করেন রেনিয়ার ফার্নান্ডেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy