Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mumbai City FC

রুদ্ধশ্বাস ম্যাচ, সাডেন ডেথে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে চলে গেল মুম্বই

টাইব্রেকারে তরুণ গোল রক্ষক পূর্বা লেপচাকে নামিয়ে দেন সার্জিও লোবেরা। আর সেখানেই বাজিমাত হল।

প্রথমবার ফাইনালে যাওয়ার পর মুম্বই দলের উল্লাস।

প্রথমবার ফাইনালে যাওয়ার পর মুম্বই দলের উল্লাস। ছবি - আইএসএল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ২৩:৩৯
Share: Save:

চলতি আইএসএলের দুটো সেরা দলের লড়াই হলে উত্তেজনা বাড়বেই। মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়ার মধ্যে প্রথম সেমি ফাইনালের প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় লেগের ম্যাচেও সেটা দেখা গেল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় পর্যন্ত গোলশূন্য থাকায়, খেলা গড়াল টাইব্রেকারে। কারণ প্রথম লেগের ফলাফল ছিল ২-২। তবে অবিশ্বাস্য ভাবে সেখানেও ফল পাওয়া গেল না। ফলে খেলা গড়াল সাডেন ডেথে। সেখানে ৬-৫ ব্যবাধানে সার্জিও লোবেরা তাঁর পুরনো দল এফসি গোয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল। গোটা ম্যাচ জুড়ে অমরিন্দর সিংহ দারুণ খেললেও, টাইব্রেকারে তরুণ গোল রক্ষক পূর্বা লেপচাকে নামিয়ে দেন সার্জিও লোবেরা। আর সেখানেই বাজিমাত হল। প্রথমবার ফাইনালে চলে গেল মুম্বই।

শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মুম্বই। তবে ৬ মিনিটে অ্যাডম লি ফন্দ্রের শট বিপন্মুক্ত করেন বিপক্ষের ডিফেন্ডার আদিল খান। এ বার গোলের সুযোগ পেয়েছিল গোয়া। ২৭ মিনিটে আলবের্তো নগুয়েরা বল নিয়ে মুম্বইয়ের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু তিনি শট নেওয়ার আগেই অনবদ্য ট্যাকলে পতন রোধ করেন অ্যামি রানাওয়াড়ে। ৩৪ মিনিটে হর্ঘে ওর্তিসের ফ্রি-কিক অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান গোলরক্ষক অমরিন্দর সিংহ। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রেডিম লাংয়ের পরিবর্তে ঈশান পণ্ডিতাকে নামান জুয়ান ফার্নান্দো। ফলে গোয়ার আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। পরের কয়েক মিনিটে অমরিন্দর যেন প্রাচীর হয়ে দাঁড়ান। ৪৮ মিনিটে আলেকজান্ডার জেসুরাজের শট গোলে ঢোকার আগে গোল বাঁচান অমরিন্দর। ৫৫ মিনিটে ফের অবধারিত গোল বাঁচান মুম্বইয়ের গোলরক্ষক। এ বার স্যাভিয়র গামার শট আটকান অমরিন্দর। মিনিট পাঁচেক পরে হঠাৎ করেও গোল করার সুযোগ পেয়েছিলেন উগো বুমোস। কিন্তু তাঁর হেড গোলে ঢোকার আগে বাঁচান আদিল।

সাডেন ডেথে বড় ভূমিকা পালন করলেন গোলরক্ষক পূর্বা লেপচা। ছবি - আইএসএল।

সাডেন ডেথে বড় ভূমিকা পালন করলেন গোলরক্ষক পূর্বা লেপচা। ছবি - আইএসএল।

দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে হেলায় সুযোগ নষ্ট করেন জেমস ডোনাসি। ফলে নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। কিন্তু এ বারও প্রথমার্ধ শেষ হল গোলশূন্য ভাবে। তবে সাডেন ডেথে জয়ের সুবাদে ফাইনালে চলে গেল মুম্বই। ৯ মার্চ দ্বিতীয় সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও নর্থ-ইস্ট ইউনাইটেড। সেই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ১৩ মার্চের ফাইনালে খেলবে মুম্বই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl FC Goa Mumbai City FC Indian Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE