আইএসএল-এর দুটো খেলা হয়ে গিয়েছে। কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও পক্ষই। সব ম্যাচই গোলশূন্য। যার ফলে প্রশ্ন উঠছে খেলার মান নিয়ে, প্রশ্ন উঠছে বিদেশিদের নিয়ে। প্রায় সব দলেই বিদেশি স্ট্রাইকার। কিন্তু খেলা দেখে মনে হচ্ছে না গোল করার ছন্দে রয়েছেন কেউ। এই অবস্থায় রবিবার চেন্নাই-গোয়া ম্যাচে দেখা যাবে একঝাঁক ভারতীয়কে। চেন্নাইয়ের স্ট্রাইকিং লাইনে জেজে লালপেখলুয়া যদি গোলের মুখ খুলতে পারেন। দেশের হয়ে নিয়মিত গোল করছেন। রয়েছেন, সাফল্যের তুঙ্গে। তাঁকে সামনে রেখেই গোলের স্বপ্ন দেখছে চেন্নাই।
আরও পড়ুন