আইএসএলে প্রথম জয় পেল কেরালা ব্লাস্টার্স। রবিবার কিবু ভিকুনার দল ২-০ ব্যবধানে হারাল হায়দরাবাদ এফসিকে।
আব্দুল হাকু এবং জর্ডান মারে জেতান কেরলকে। ২৯ মিনিটে হাকুর হেডে এগিয়ে যায় কেরল। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ায় কেরল। গোল করেন মারে।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ৬ পয়েন্ট হল কেরলের। তারা আগের মতোই নবম স্থানে থাকল। অন্যদিকে হায়দরাবাদ অষ্টম স্থানে নেমে এসেছে। তাদের ৭ ম্যাচে ৯ পয়েন্ট। এখনও পর্যন্ত শীর্ষ রয়েছে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। দুই দলেরই ৭ ম্যাচে ১৬ পয়েন্ট।
কেরলের পরের ম্যাচ ২ জানুয়ারি মুম্বই সিটি এফসি-র সঙ্গে। হায়দরাবাদ এরপর ৩০ ডিসেম্বর এফসি গোয়ার মুখোমুখি হবে।