সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির পরিবর্ত হয়ে ওঠার চাপ বিশাল। বলে দিলেন, এই মুর্হূতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় উইকেটরক্ষকের দায়িত্ব সামলানো কে এল রাহুল।
ধোনি ভারতীয় টেস্ট দলে উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়েছেন ২০১৪ সালে। সীমিত ওভারের ক্রিকেটেও গত বিশ্বকাপের পরে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি তাঁকে। সেই জায়গায় জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ও নিউজিল্যান্ড সফরে ধোনির বিকল্প হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছেন রাহুল। যে দায়িত্ব সর্ম্পকে তাঁর প্রতিক্রিয়া, ‘‘জাতীয় দলের উইকেটরক্ষক হিসেবে মাঠে নামলেই স্নায়ুর চাপ বাড়ে। কারণ, নড়বড় করলেই সমর্থকেরা ভাববেন, ধোনির পরিবর্ত হতে পারব না। আর ধোনির মতো কিংবদন্তি উইকেটরক্ষকের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাও বেশ চাপের। কারণ, ওর পারফরম্যান্সের সঙ্গে সমর্থকদের আবেগ জড়িয়ে রয়েছে।’’