ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে শুক্রবার রাতে আকর্ষণের কেন্দ্রে লিয়োনেল মেসি বনাম রবার্ট লেয়নডস্কি দ্বৈরথ। প্রথম জন লা লিগায় এ বারও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আর এক জন জার্মান বুন্দেশলিগায় সব চেয়ে বেশি গোল করেছেন। যদিও দুই তারকার ক্লাবের ছবিটা সম্পূর্ণ আলাদা।
বার্সেলোনা লা লিগায় ব্যর্থ। ম্যানেজার কিকে সেতিয়েনের সঙ্গে ফুটবলারদের বিবাদের জেরে রীতিমতো অস্বস্তিকর আবহ ক্লাবের অন্দরমহলে। বায়ার্ন শিবিরের পরিবেশ ঠিক এর উল্টো। টানা আট বার বুন্দেশলিগা জয়ের অনন্য নজির গড়েছে। ম্যানেজার হান্স ফ্লিকের সঙ্গে ফুটবলারদের সম্পর্ক বন্ধুর মতো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই পর্বেই চেলসিকে কার্যত উড়িয়ে দিয়েছেন লেয়নডস্কিরা। কিংবদন্তি জার্মান তারকা লোথার ম্যাথাউস তো বলেই দিয়েছেন, বার্সেলোনার পক্ষে বায়ার্নকে হারানো সম্ভব নয়। শুধু তাই নয়। লেয়নডস্কিকে তিনি এগিয়ে রেখেছেন মেসির চেয়ে।
বৃহস্পতিবার লিসবনে পৌঁছেই ম্যাথাউসকে জবাব দিলেন বার্সা ম্যানেজার। সাংবাদিক সম্মেলনে সেতিয়েন বলেছেন, ‘‘লেয়নডস্কি দুর্দান্ত। কিন্তু কখনওই মেসির মানের নয়।’’ তিনি যোগ করেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে রয়েছে লেয়নডস্কি। গোল করছে এবং করাচ্ছে। লিয়ো কী করতে পারে তা আমরা সকলেই নাপোলির বিরুদ্ধে ম্যাচে দেখেছি।’’