Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mitchell Starc

বক্সিং ডে টেস্টে নেই স্টার্ক, ফিরছেন বার্ড

গোড়ালির চোটের কারণে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া পাবে না চলতি অ্যাশেজের সব চেয়ে ধারাবাহিক বোলার মিচেল স্টার্ককে। চলতি সিরিজে মিচেলের ঝুলিতে রয়েছে ১৯টি উইকেট।

মিচেল স্টার্ক। ছবি: এএফপি।

মিচেল স্টার্ক। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৫
Share: Save:

এমনিতেই পাঁচ ম্যাচের ঐতিহ্যশালী অ্যাশেজে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে, সিরিজ জিতলেও চতুর্থ টেস্টে নামার আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া শিবির।

গোড়ালির চোটের কারণে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া পাবে না চলতি অ্যাশেজের সব চেয়ে ধারাবাহিক বোলার মিচেল স্টার্ককে। চলতি সিরিজে মিচেলের ঝুলিতে রয়েছে ১৯টি উইকেট।

ছিটকে গিয়ে স্টার্ক বলেন, “ম্যাচ মিস করা কখনওই ভাল বিষয় নয়। তবে ১০০ শতাংশ ফিট না হয়ে মাঠে নামাটা স্বার্থপরের মতো কাজ হবে। আমরা সিরিজ জিতে গিয়েছি, এ বার সতর্ক হয়ে খেলতে হবে।”

আরও পড়ুন: আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম শতরানের দশ মালিক কারা?

আরও পড়ুন: রোহিতের সেঞ্চুরির ভবিষ্যদ্বাণী করে খোঁচা খেলেন কইফ

তবে, দলের সেরা অস্ত্রোকে হারিয়েও বিশেষ চিন্তিত নয় অস্ট্রেলিয়া শিবির। স্টার্কের পরিবর্তে চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে ফেরান হয়েছে জ্যাকসন বার্ডকে।

২০১৭-এ নিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে বার্ড বলেন, “অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামতে আমি প্রস্তুত। বক্সিং ডে-তে অ্যাশেজ খেলার অনুভূতিটাই অন্য রকম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mitchell Starc Jackson Bird Ashes Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE