কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলেন হেড কোচ জাক কালিস ও সহকারী কোচ সাইমন কাটিচ। শাহরুখ খানের দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রবিবারই শেষ হয়ে গেল তাঁদের।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কালিস গত ন’ বছর ধরে কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে নাইট-ক্রিকেটার হিসেবে, পরে কোচ-কাম-মেন্টর হিসেবে।
২০১৫ সালের অক্টোবরে ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসের কাছ থেকে কেকেআর-এর হেড কোচের দায়িত্ব নেন কালিস। চার বছর নাইটদের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি। কালিস বলেন, ‘‘২০১১ সাল থেকে আমি প্রথমে খেলোয়াড় ও পরে কোচ হিসাবে ন’ বছর কেকেআর-এর সঙ্গে ছিলাম। এই সময়টা আমি খুব উপভোগ করেছি। কিন্তু, এখন সময় এসছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার।’’