অসাধারণ এক উত্থানের কাহিনী। এক সঙ্গে টেস্ট ক্রিকেটের সেরা বোলার ও সেরা ফিল্ডারের আইসিসির তকমা। এমন উত্থান সচরাচর দেখা যায় না। কিন্তু ভারতীয় দলের টেস্ট উত্থানের সঙ্গে সঙ্গে উঠে এসেছেন এই প্লেয়ারও। সেই রবীন্দ্র জাডেজা জানিয়ে দিলেন তার এই সাফল্যের পিছনে রয়েছেন যে দু’জন ক্রিকেটার, তাঁদের নাম। তার সঙ্গে জুটেছে নির্বাসনও। তবে সেই নির্বাসনের হতাশা খুব একটা গ্রাস করতে পারেনি রবীন্দ্র জাডেজা ও ভারতীয় দলকে। কারণ সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া দল ও ক্রিকেটারের তাতে বিশেষ কিছু এসে যায় না।
আরও পড়ুন
জাডেজার জায়গায় টেস্ট দলে অভিষেক অক্ষরের
বোলিংয়ের সঙ্গে সেরা টেস্ট অল-রাউন্ডারও জাডেজা
দ্বিতীয় টেস্টে ব্যাটে, বলে সাফল্য এসেছে। ম্যাচের সেরাও হয়েছিলেন জাডেজা। কিন্তু শেষ বেলায় একটা ভুলের জন্য খেলা হচ্ছে না শেষ টেস্টে। তার মধ্যেই টেস্টের অল-রাউন্ডার তালিকায় সাকিব আল হাসানকে পিছনে ফেলে উঠে এসেছেন শীর্ষে। বোলারদের তালিকায় শীর্ষেই ছিলেন। এ বার জোড়া টপ র্যাঙ্কিং। টুইট করে জাডেজা লেখেন, ‘‘আমার এই বোলার ও অল-রাউন্ডার তালিকায় শীর্ষে ওঠার পিছনে যে দু’জন রয়েছেন তাঁরা এমএস ধোনি ও বিরাট কোহালি।’’
দেখুন জাডেজার টুইট & &
My humble journey 2 be #1 Test AllRounder & bowler was possible due 2 @msdhoni @imVkohli, my fans & family #bcci #icc #teamindia #rajputboy pic.twitter.com/hoGdslikT4
— Ravindrasinh jadeja (@imjadeja) August 8, 2017
দেখুন জাডেজার টুইট