আগামী জুলাইয়ে ৩৯-এ পা দেবেন তিনি। কিন্তু বয়সের ভার তাঁকে এতটুকু নুইয়ে দেয়নি। বরং নতুন উত্তেজনায় ফুটছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের জোরে বোলার চাইছেন ঘরের মাঠে পরের সাতটি টেস্টেই খেলতে।
সাম্প্রতিককালে ইংল্যান্ড ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি চালু করেছে। ফলে অ্যান্ডারসন কোনও সিরিজের প্রতি ম্যাচে খেলার সুযোগ পান না। তিনি না খেললে সেই জায়গা নেন স্টুয়ার্ট ব্রড। তবে গত বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে দু’জনকেই একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল।
এক ওয়েবসাইটে অ্যান্ডারসন বলেছেন, “আমি প্রতিটি টেস্টেই খেলতে চাই। ভারতের বিরুদ্ধে পাঁচটা আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট রয়েছে। তারপরে অ্যাশেজ। গ্রীষ্মকালটা ঘরের মাঠে ভাল ভাবে শুরু করতে চাই। যদি শক্তিশালী দল নামাতে হয় তাহলে মনে হয় আমাদের দু’জনেরই খেলা উচিত। নতুন বল ওর সঙ্গে ভাগ করে নিতে চাই।”