Advertisement
E-Paper

ম্যাকগ্রাকে ছুঁলেন দুরন্ত অ্যান্ডারসন

ওভাল টেস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াই শুধু নয়। সোমবার ছিল ইংল্যান্ড ক্রিকেটারদের একের পর এক রেকর্ড করার দিনও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৪

ওভাল টেস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াই শুধু নয়। সোমবার ছিল ইংল্যান্ড ক্রিকেটারদের একের পর এক রেকর্ড করার দিনও।

ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই শিখর ধওয়ন এবং চেতেশ্বর পূজারাকে তুলে নিয়ে টেস্টে উইকেটপ্রাপকদের তালিকায় গ্লেন ম্যাকগ্রার পাশে উঠে এলেন জিমি অ্যান্ডারসন। দু’জনেরই উইকেট সংখ্যা এখন ৫৬৩। ম্যাকগ্রা নিয়েছেন ১২৪ টেস্টে, অ্যান্ডারসন ১৪৩ টেস্টে। তবে শুধু অ্যান্ডারসনই নন, স্টুয়ার্ট ব্রডও একটি নজির গড়ার সামনে এসে দাঁড়িয়েছেন। এ দিন বিরাট কোহালিকে আউট করে ব্রড পৌঁছে গিয়েছেন ৪৩৩ উইকেট। তিনি ইতিমধ্যেই টপকে গিয়েছেন রিচার্ড হ্যাডলিকে। আর দু’টো উইকেট পেলেই এই ইংরেজ পেসার পিছনে ফেলে দেবেন কপিল দেবকে।

তবে ইংল্যান্ডের বোলাররা নন, সোমবার ছিল অ্যালেস্টেয়ার কুকের দিন। ইংল্যান্ড অধিনায়ক জো রুট সেঞ্চুরি করলেও, সে সব চাপা পড়ে গিয়েছিল কুকের সেঞ্চুরির সামনে। ১৬১ টেস্টে ১২,৪৭২ রান করে অবসর নিলেন কুক। ৩৩টি সেঞ্চুরি-সহ। এ দিন ১৪৭ রান করার পথে মোট রান সংগ্রকারীদের তালিকায় কুমার সঙ্গকারাকে (১২,৪০০) টপকে গেলেন কুক। টেস্টে মোট রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে থেকে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ করলেন তিনি। একই সঙ্গে জীবনের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি পাওয়া ক্রিকেটারদের ক্লাবেও ঢুকে গেলেন তিনি। পঞ্চম ক্রিকেটার হিসেবে। কুকের এই ইনিংস দেখার পরে আপ্লুত ক্রীড়াজগত। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার মাইকেল আওয়েন টুইট করেছেন, ‘‘একটা অবিস্মরণীয় কেরিয়ারের দারুণ সমাপ্তি হল। অভিনন্দন অ্যালেস্টেয়ার কুক।’’

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের টুইট, ‘‘আমরা যারা ভাগ্যবান, তারা মাঠে ছিলাম। আর এই ঘটনা কোনও দিন ভুলব না। কুকের সেঞ্চুরি। কোনও ক্রিকেটার যদি তার শেষ টেস্টে এ রকম একটা বিদায়ী সংবর্ধনা পাওয়ার যোগ্য হয়, তা হলে সে কুক। রূপকথা সত্যিই ঘটে।’’ সঞ্জয় মঞ্জরেকরের টুইট, ‘‘কুক ১৬১ টেস্ট আর মাত্র ৯২টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। একেবারে নিখাদ টেস্ট ব্যাটসম্যান। সে জন্যই ইংল্যান্ড ওকে এত ভালবাসে।’’

James Anderson Test Wicket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy