Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

দিল্লি ডেয়ার ডেভিলসের বোলিং কোচ জেমস

ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন অসম ও রেলের ক্রিকেটার শুভদীপ ঘোষকে। এই দু’জন দলের সঙ্গে দ্রুত যোগ দেবেন। বাকি কোচিং স্টাফ একই থাকছে।

জেমস হোপস। দিল্লির নতুন বোলিং কোচ। ছবি: দিল্লি ডেয়ারডেভিলসের ফেসবুক পেজ থেকে।

জেমস হোপস। দিল্লির নতুন বোলিং কোচ। ছবি: দিল্লি ডেয়ারডেভিলসের ফেসবুক পেজ থেকে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ২২:০১
Share: Save:

দল নির্বাচন প্রায় সেরে ফেলেছে সব দল। এ বার পুরো পুরি গুছিয়ে নেওয়ার পালা। আগেই দিল্লি ডেয়ার ডেভিলস হেড কোচ হিসেবে রিকি পন্টিংয়ের নাম ঘোষণা করে দিয়েছিল। নিলামে তিনি উপস্থিতও ছিলেন। তাঁর উপর নির্ভর করেই দল বেছে নিয়েছে দিল্লি। এ বার বোলিং কোচ হিসেবে দিল্লি দলে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অল-রাউন্ডার জেমস হোপস।

ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন অসম ও রেলের ক্রিকেটার শুভদীপ ঘোষকে। এই দু’জন দলের সঙ্গে দ্রুত যোগ দেবেন। বাকি কোচিং স্টাফ একই থাকছে। প্রাক্তন ক্রিকেটার প্রভীন আমরে ও শ্রীধরণ শ্রীরাম থাকছেন সহকারি কোচ হিসেবে। টিম ম্যানেজার সুনীল ভালসন। রজনীকান্ত শিভাগনানাম থাকছেন ফিটনেস কোচ হিসেবে।

হোপস দেশের হয়ে ৮৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনটি দলের হয়ে আইপিএল-ও খেলেছেন তিনি। খেলেছেন দিল্লির হয়েও। ২০১৬তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তার পর কুইন্সল্যান্ড ও বিগব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Delhi Daredevils James Hopes IPL 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE