Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ জানুয়ারি ২০২২ ই-পেপার

দিল্লি ডেয়ার ডেভিলসের বোলিং কোচ জেমস

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ২৯ জানুয়ারি ২০১৮ ২২:০১
জেমস হোপস। দিল্লির নতুন বোলিং কোচ। ছবি: দিল্লি ডেয়ারডেভিলসের ফেসবুক পেজ থেকে।

জেমস হোপস। দিল্লির নতুন বোলিং কোচ। ছবি: দিল্লি ডেয়ারডেভিলসের ফেসবুক পেজ থেকে।

দল নির্বাচন প্রায় সেরে ফেলেছে সব দল। এ বার পুরো পুরি গুছিয়ে নেওয়ার পালা। আগেই দিল্লি ডেয়ার ডেভিলস হেড কোচ হিসেবে রিকি পন্টিংয়ের নাম ঘোষণা করে দিয়েছিল। নিলামে তিনি উপস্থিতও ছিলেন। তাঁর উপর নির্ভর করেই দল বেছে নিয়েছে দিল্লি। এ বার বোলিং কোচ হিসেবে দিল্লি দলে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অল-রাউন্ডার জেমস হোপস।

ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন অসম ও রেলের ক্রিকেটার শুভদীপ ঘোষকে। এই দু’জন দলের সঙ্গে দ্রুত যোগ দেবেন। বাকি কোচিং স্টাফ একই থাকছে। প্রাক্তন ক্রিকেটার প্রভীন আমরে ও শ্রীধরণ শ্রীরাম থাকছেন সহকারি কোচ হিসেবে। টিম ম্যানেজার সুনীল ভালসন। রজনীকান্ত শিভাগনানাম থাকছেন ফিটনেস কোচ হিসেবে।

হোপস দেশের হয়ে ৮৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনটি দলের হয়ে আইপিএল-ও খেলেছেন তিনি। খেলেছেন দিল্লির হয়েও। ২০১৬তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তার পর কুইন্সল্যান্ড ও বিগব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisement