বিশ্বকাপ শেষ হতে না হতেই হৃদয়বিদারক খবর পেল ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে জিমি নিশামের ছক্কা মারার প্রায় সঙ্গে সঙ্গেই হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয় কিউয়ি তারকার কোচ ডেভ গর্ডনের। তিনি আবার হাইস্কুলে নিশামের শিক্ষকও ছিলেন।
ডেভ গর্ডন শুধু জিমি নিশামেরই কোচ ছিলেন না, একই সঙ্গে তিনি নিউজিল্যান্ডের তারকা সিমার লকি ফার্গুসন-সহ আরও অনেক তারকা ক্রিকেটারদেরও কোচ ছিলেন। নিশামের বাবার বন্ধু ছিলেন গর্ডন। বিশ্বকাপ ফাইনালেরসুপার ওভারে জোফ্রা আর্চারকে গ্যালারিতে ফেলে দেন নিসাম। তখন হাসপাতালের বেডে শোয়া গর্ডনের চোখ আটকে ছিল টিভির পর্দায়। অতি উত্তেজনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশামের কোচ।
গর্ডনের কন্যা লিওনে সংবাদমাধ্যমকে জানান, ‘‘সোমবার সকালে নিশাম যখন সুপার ওভারের দ্বিতীয় বলেই ছক্কা মেরেছিল, সেই সময়ে হঠাতই বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। জিমির বাবা আর আমার বাবা ভাল বন্ধু। বারবার বাবা জিমির সঙ্গে যোগাযোগও রেখে গিয়েছিলেন। বাবা সত্যি জিমির জন্য গর্বিত ছিলেন।’’