Advertisement
E-Paper

জেজের লক্ষ্যে আই লিগ, এডোয়ার্ডো চান সেরা ক্লাবের হয়ে সেরাটা দিতে

ডাক এসেছিল ইস্টবেঙ্গল থেকেও। কিন্তু মোহনবাগান সমর্থকদের ভালবাসা ছেড়ে লাল-হলুদ জার্সি বেছে নেননি জেজে লালপেখলুয়া। আবারও ফিরেছেন সবুজ-মেরুনে। মোহনবাগানকে যে আবারও আই লিগ দিতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ২০:৩৪
জেজে লালপেখলুয়া। -ফাইল চিত্র।

জেজে লালপেখলুয়া। -ফাইল চিত্র।

ডাক এসেছিল ইস্টবেঙ্গল থেকেও। কিন্তু মোহনবাগান সমর্থকদের ভালবাসা ছেড়ে লাল-হলুদ জার্সি বেছে নেননি জেজে লালপেখলুয়া। আবারও ফিরেছেন সবুজ-মেরুনে। মোহনবাগানকে যে আবারও আই লিগ দিতে হবে। ‘‘গত বছরটা অল্পের জন্য হল না। শেষ মুহূর্তে কয়েকটা ম্যাচে আমরা ভাল খেলতে পারলাম না।’’ একটু থেমে যেন মনে করে নিলেন, ‘‘হ্যাঁ, মনে পড়েছে। আইজল ম্যাচ থেকেই আমরা পিছিয়ে পরলাম। না হলে প্রথম রাউন্ডে টপে ছিলাম। সাত পয়েন্ট আগে ছিলাম।’’ এক বছর পেরিয়েও সেই আফসোসটা যেন এখনও যাচ্ছে না। এ বার মিটিয়ে নিতে চান।

বুধবার দু’ভাগে আইএফএ-তে এসে সই করে গেল পুরো মোহনবাগান দল। প্রথমার্ধে বাঙালিদের সঙ্গে সই করে গেলেন দলের নবাগত বিদেশি। আর দ্বিতীয়ার্ধে এলেন মোহনবাগানের পঞ্জাবি ব্রিগেড। সঙ্গে জেজে। ছিলেন বলবন্ত সিংহ, আনাস, বিক্রমজিতরা। সকলেই সইয়ের সঙ্গে একটা অঙ্গিকারও করে গেলেন। আবারও আই লিগ দিতে হবে ক্লাবকে। সই শেষে আইএফএ-র বাইরে তখন গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে জেজে। বলছিলেন, ‘‘এবার কিন্তু সব দলই খুব ভাল। যে কেউ আই লিগ পেতে পারে। কিন্তু আই লিগ কলকাতায় আসা উচিত।’’ তার পরই একগাল হেসে, ‘‘আই লিগ আমরাই পাব। আমাদের দলও খুব ভাল হয়েছে।’’

৮ জানুয়ারি রবীন্দ্র সরোবরে আই লিগ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। তার আগে আত্মবিশ্বাসী গোটা দল। সনি নর্ডি এখনও শহরে পা রাখেননি। টিকিট সমস্যায় আটকে রয়েছেন। তিনি এসে গেলেই সঞ্জয় সেনের দল সম্পূর্ণ হয়ে যাবে। ঘরের মাঠে জয় দিয়েই শুরু করতে চাইছেন ফুটবলাররা। এদিন প্রথমার্ধে মোহনবাগানের হয়ে সই করলেন এডোয়ার্ডো ফেরেরো। মোহনবাগান রক্ষণকে এ বার ভরসা দেবেন তিনিই। ফেরেরো উচ্ছ্বসিত বাগানে যোগ দিতে পেরে। বলছিলেন, ‘‘শুনেছি মোহনবাগানই এখানকার সেরা ক্লাব। সেখানে খেলতে এসেছি। আই লিগ খুব কঠিন টুর্নামেন্ট সেটা জিততে চাই। এক বছর আগেই আই লিগ জিতেছে শুনেছি।’’ জেজে, সোনির খেলা আইএসএল-এ দেখেছেন। ওদের খেলা ভাল লাগে এডোয়ার্ডোর। ভারতের মানুষেরও প্রেমে পরে গিয়েছিলেন এই স্টপার। বলছিলেন, ‘‘আমি মোহনবাগানে যোগ দেব জানার পর থেকেই সমর্থকদের মেসেজে ভরে গিয়েছে আমার মেসেজ বক্স।’’ বুধবার ভোর রাতেই শহরে পা রেখেছেন তিনি। ২৯ ঘণ্টা জার্নির পর ভেবেছিলেন সকালেই নেমে পরতে চেয়েছিলেন অনুশীলনে। কিন্তু কোচ সেই অনুমতি দেননি। বৃহস্পতিবার সকালে মোহনবাগানের হয়ে মাঠে নামবেন তিনি।

আরও খবর: জেজে চলে আসায় কমলো সনি-দু‌শ্চিন্তা

Jeje Lalpekhlua Mohun Bagan I League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy