বিস্ফোরণটা ঘটল টুর্নামেন্ট শুরুর ঠিক দু’দিন পর।
আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ভারতের শুরুটা ভাল হয়নি। দেশের সেরা শ্যুটাররা খেললেও আহামরি কোনও পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত গত দু’দিনে। কিন্তু সোমবার জোড়া পদকে ভারতীয় সমর্থকদের হতাশা বদলে গেল উচ্ছ্বাসে। প্রথমে পিস্তলের মিক্সড টিম ইভেন্টে জিতু রাই ও হিনা সিধু সোনা জিতলেন। পরে পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপো জিতে নিলেন অঙ্কুর মিত্তল। তবে ভারতের পদক জেতার পাশাপাশি তৈরি হল বিতর্কও। হঠাৎ কার্নি সিংহ রেঞ্জের বিদ্যুৎ চলে যাওয়ায়।
রিও অলিম্পিক্সে ভারতীয় শ্যুটারদের ব্যর্থতার পর কম সমালোচনা হয়নি। তাই নয়াদিল্লিতে শ্যুটিং বিশ্বকাপে হিনা-জিতুদের উপর প্রত্যাশার চাপ ছিলই। তা ছাড়া ১০ মিটার এয়ার পিস্তলে নতুন ইভেন্টে নেমেছিলেন দু’জন। তাই চ্যালেঞ্জটা আরও কঠিন ছিল দু’জনের।