জিতু রাই ছিলেন জিতু রাইতেই। কিন্তু অলিম্পিক্সে একটা সাময়িক ছন্দপতন আর কয়েক মাসের মধ্যেই ঘুরে দাঁড়ানো প্রমাণ করে দিল হারিয়ে যাননি তিনি। দিল্লিতে আয়োজিত শুটিং বিশ্বকাপে প্রতিদিনই তাঁর হাত ধরে আসছে পদক। ১০মিটার এয়ার পিস্তলের মিক্স ডাবলসে হিনা সিন্ধুকে নিয়ে সোনা জয়ের পরের দিনই ব্যাক্তিগত ওই একই ইভেন্টেও ব্রোঞ্জ জিতে নেন জিতু। ঠিক পরের দিন আবার সোনা। নয়া দিল্লির কারনি সিংহ শুটিং রেঞ্জে বুধবারও সোনায় লেখা হল জিতু রাইয়ের নাম। ৫০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের দুটো পদকই লেখা থাকল ভারতের নামে। জিতু রাইয়ের সোনার সঙ্গে রুপো পেলেন অমনপ্রীত সিংহ।