Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jose Mourinho

মোরিনহো খেতাবি দৌড়ে নেই, কাভানির মন্তব্য নিয়ে বর্ণ-বিতর্ক

২০০৮ লিগ কাপের পরে টটেনহ্যাম কোনও ট্রফি জেতেনি। ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে হেরেছে।

তৃপ্ত: গোলশূন্য ড্র হলেও দলের খেলায় খুশি মোরিনহো। ফাইল চিত্র

তৃপ্ত: গোলশূন্য ড্র হলেও দলের খেলায় খুশি মোরিনহো। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০৪:৪৫
Share: Save:

চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করার পরে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে টটেনহ্যাম। তবুও তাদের ম্যানেজার জোসে মোরিনহো বলছেন, তাঁর দল খেতাবের লড়াইয়ে চুনোপুটি। ১৯৮৫ সালের জানুয়ারির পরে এই প্রথম ১০ বা তার বেশি ম্যাচ খেলার পরে টটেনহ্যাম শীর্ষে উঠে এল। ১০ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ২১। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলেরও ১০ ম্যাচে পয়েন্ট ২১। তবে গোলপার্থক্যে এগিয়ে টটেনহ্যাম।

২০০৮ লিগ কাপের পরে টটেনহ্যাম কোনও ট্রফি জেতেনি। ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে হেরেছে। তখন ম্যানেজার ছিলেন মউরিসিয়ো পচেত্তিনো। দু’বার তারা লিগ খেতাব জিতেছে ১৯৫১ এবং ১৯৬১ সালে। এ মরসুমেও দুরন্ত শুরু করার পরে খেতাব জেতার দৌড়ে উঠে এসেছে টটেনহ্যাম। তবে সতর্ক মোরিনহো বলছেন, ‘‘আমরা তো খেতাবের দৌড়ে নেই। তাই আমরা ঘোড়া নই, টাট্টু ঘোড়া।’’ ২০১৪-র ফেব্রুয়ারি মাসেও তৎকালীন চেলসির ম্যানেজার হিসেবে এরকমই বলেছিলেন মোরিনহো, ‘‘খেতাবের লড়াই দুটো ঘোড়ার মধ্যে (আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি)। এই অবস্থায় একটা ছোট্ট ঘোড়ার চাই দুধ আর কী করে লাফাতে হয় সেটা শেখা।’’

এই গ্রীষ্মে সোয়ানসি থেকে আসা ওয়েলসের সেন্টার ব্যাক জো রডনকে রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে নামান মোরিনহো। তাঁর খেলায় খুব খুশি মোরিনহো। তিনি আরও বলেছেন, ‘‘অবশ্যই চেলসি খেতাবের লড়াইয়ে অন্যতম সেরা দল। এ ব্যাপারে সন্দেহ নেই। আমার বিশ্বাস দু’পয়েন্টে পিছিয়ে থাকাটাও ওদের কাছে বড় সমস্যা নয়।’’ চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড অবশ্য মনে করছেন মোরিনহো যাই বলুন, টটেনহ্যামও খেতাবের দৌড়ে রয়েছে। সোমবার আবার ইপিএলে লেস্টার সিটি ১-২ গোলে হারল ফুলহ্যামের বিরুদ্ধে।

নজরে কাভানি: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৩-২ গোলে সাউদাম্পটনকে হারানোর পরে এদিনসন কাভানির সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিতর্ক। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) যা খতিয়ে দেখছে। ম্যান ইউ-র স্ট্রাইকার ম্যাচে দু’টি গোল করেন। এর পরে তাঁকে এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানানোর পরে, তিনি যা উত্তর দেন তাতে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। পরে কাভানি পোস্টটি মুছে দেন।

খিমেনেসের অস্ত্রোপচার: আর্সেনালের বিরুদ্ধে ম্যাচে উলভ্‌সের স্ট্রাইকার রাউল খিমেনেসের মাথায় চোট লাগার পরে অস্ত্রোপচার হল। ম্যাচে উলভ্‌স ২-১ গোলে হারায় আর্সেনালকে। রবিবারের ম্যাচের শুরু দিকে খিমেনেস এবং আর্সেনাল ডিফেন্ডার দাভিদ লুইজের মাথায়-মাথায় মারাত্মক সংঘর্ষ হয়। ক্লাবের তরফে জানানো হয়েছে, খিমেনেসের অবস্থা এখন স্থিতিশীল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jose Mourinho EPL Tottenham Hotspurs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE