প্রিমিয়ার লিগেও এ বার টটেনহ্যামের বিরুদ্ধে দু’টি ম্যাচই জিতেছে লিভারপুল। শুধু তাই নয়, সালাহরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ, পোর্তো এবং লিয়োনেল মেসির বার্সেলোনাকে চূর্ণ করে। পাশাপাশি টটেনহ্যাম কার্যত হোঁচট খেতে খেতে ফাইনালে উঠেছে। তাদের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনও স্বীকার করেছেন, ভাগ্যের সাহায্য না পেলে তাদের ফাইনালে খেলার কথা নয়।
তার পরেও একটা-দু’টো অসম্ভবের কথা কেউ কেউ বলছেন। সবার আগে তাঁরা মনে করাচ্ছেন, প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে টটেনহ্যামের অসাধারণ ফুটবলের কথা। কেউ কেউ আবার মনে করাচ্ছেন, লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপের অতীত রেকর্ড। এর আগে তিনি নিজের কোচিংয়ে থাকা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জেতাতে পারেননি।
এটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ক্লপের তৃতীয় লড়াই। এর আগে তাঁর ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফাইনালে হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে। গত বার রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে লিভারপুল। শুক্রবার মাদ্রিদে পৌঁছে ক্লপ অবশ্য বলেছেন, ‘‘শুধু ফুটবলে নয়। জীবনের সব কিছুর মধ্যেই ভাগ্যের ব্যাপারটা থাকে। আমার অন্তত ক্ষমতা নেই সেটা পাল্টানোর। ফাইনালের ভাগ্য গড়ার মালিক আমার ফুটবলারেরা।’’
ক্লপ বুঝিয়ে দিয়েছেন ফাইনালে তাঁদের যোগ্য প্রতিপক্ষ হতে পারত আয়াখ্স আমস্টারডাম। এটা জানানোর পরেই অবশ্য তিনি নিজেকে সামলে বলেন, ‘‘টটেনহ্যামের ম্যানেজার পচেতিনো (মাউরিসিয়ো) এই মরসুমে দারুণ কাজ করেছে।’’ সঙ্গে ক্লপ জানিয়েছেন, রবের্তো ফির্মিনো এই মুহূর্তে পুরো সুস্থ। ফাইনালেও খেলবেন। এখন দেখার, টটেনহ্যাম শনিবার হ্যারি কেনকে প্রথম থেকে খেলায় কি না। এমনিতে মাদ্রিদে জিতলে লিভারপুল ষষ্ঠ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। টটেনহ্যাম প্রথম বার। আশাবাদী পচেতিনো বলেছেন, ‘‘প্রিমিয়ার লিগে আমাদের দ্বিতীয় ম্যাচটার দ্বিতীয়ার্ধের খেলার কথা বলে ফুটবলারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আমার ছেলেরা এক ইঞ্চি জমিও ছাড়বে না।’’
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: লিভারপুল বনাম টটেনহ্যাম (রাত ১২.৩০, সোনি টেন টু চ্যানেলে)।