Advertisement
E-Paper

লিভারপুলে হয়তো ক্লপ

আপাতত চাকরি বাঁচিয়ে রাখলেন জোসে মোরিনহো। লিভারপুলের পরের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইউরগেন ক্লপ। আর্সেন ওয়েঙ্গার কি লিগ জেতাবেন আর্সেনালকে? ইংলিশ প্রিমিয়র লিগে উত্থান-পতনের সঙ্গে চলছে কোচেদের রোলার কোস্টার রাইডও। এই যে কোচ সেরার তকমা পাচ্ছেন, তিনিই তলিয়ে যাচ্ছেন সমালোচনার অতলে। এই যে কোচ একের পর এক ম্যাচ হারছেন, তিনিই আবার বড় ম্যাচ জিতে চমকে দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৫৫

আপাতত চাকরি বাঁচিয়ে রাখলেন জোসে মোরিনহো। লিভারপুলের পরের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইউরগেন ক্লপ। আর্সেন ওয়েঙ্গার কি লিগ জেতাবেন আর্সেনালকে?
ইংলিশ প্রিমিয়র লিগে উত্থান-পতনের সঙ্গে চলছে কোচেদের রোলার কোস্টার রাইডও। এই যে কোচ সেরার তকমা পাচ্ছেন, তিনিই তলিয়ে যাচ্ছেন সমালোচনার অতলে। এই যে কোচ একের পর এক ম্যাচ হারছেন, তিনিই আবার বড় ম্যাচ জিতে চমকে দিচ্ছেন। এক কোচের চাকরি যাচ্ছে, তাঁর জায়গায় উঠে আসছে কিংবদন্তি আর এক কোচের নাম। যেমন মোরিনহো, যেমন ওয়েঙ্গার, যেমন রজার্স এবং ক্লপ।
হারের পর হার। লিগে ষোলো। ফুটবলারদের সঙ্গে ঝামেলার পরেও মোরিনহোর উপরই ভরসা রাখল চেলসি। শনিবার সাউদাম্পটনের কাছে ১-৩ হেরে চেলসি মালিক রোমান আব্রামোভিচকে এক রকম চ্যালেঞ্জ ছুড়ে মোরিনহো বলেছিলেন, ‘‘আমাকে সরিয়ে দিলে কোনও অসুবিধা নেই। শুধু মনে রাখবেন চেলসির ইতিহাসে সবথেকে ভাল কোচকে সরানো হচ্ছে।’’ চেলসি কর্তাদের সঙ্গে বৈঠকেও বসেন মোরিনহো। কিন্তু যে চেলসি মালিক কোচ সরাতে অভ্যস্ত, তিনি এ বার সেই পথে হাঁটলেন না। মোরিনহোর উপরেই ভরসা রাখলেন রোমান। চেলসি ওয়েবসাইটে বিবৃতি বেরোয়, ‘‘মোরিনহোর পাশে আমরা আছি। আমাদের বিশ্বাস উনিই সঠিক কোচ যিনি এই পরিস্থিতি থেকে আমাদের বার করতে পারবেন।’’
তবে ক্লাব সমর্থন দিলেও, চেলসি ফুটবলাররা ‘দ্য স্পেশ্যাল ওয়ানের’ পাশে নাকি আর নেই। মোরিনহো নাকি ড্রেসিংরুমের উপর প্রভাব হারিয়ে ফেলেছেন। সিনিয়র ফুটবলাররা কোচের উপর ক্ষুব্ধ জনসমক্ষে তাঁদের অপমান করার জন্য। সাউদাম্পটন ম্যাচের পর তাঁর মন্তব্যের জন্য তাঁকে চার্জ করল এফএ-ও। বৃহস্পতিবার সন্ধে ছ’টার মধ্যে যার জবাব দিতে হবে চেলসি কোচকে।
ক্লাব তাঁকে কোচ হিসেবে রেখে দিলেও মোরিনহো কিন্তু আগে থেকেই পরিষ্কার করে দিয়েছেন, তিনি সরে যাবেন যদি দেখেন ফুটবলারদের আস্থা হারাচ্ছেন। মোরিনহো বলছেন, ‘‘আমি চেলসিকে এই অবস্থায় ফেলে সরব না। তবে ফুটবলাররা যদি বলে আমার উপর তাদের আর ভরসা নেই তখনই ভাবব চলে যাওয়ার কথা। কিন্তু ওদের মুখোমুখি জিজ্ঞেস করুন। আশেপাশে ভুলভাল লেখালেখি বিশ্বাস করবেন না।’’
মোরিনহোকে সময় দেওয়া হলেও, লিভারপুল সময় দিল না ব্রেন্ডন রজার্সকে। রবিবার এভার্টনের বিরুদ্ধে ১-১ ড্র করার পরেই সরিয়ে দেওয়া হয় রজার্সকে। যার পর থেকেই ব্রিটেন জুড়ে জল্পনা। একের পর এক নাম উঠে আসছে লিভারপুল কোচের। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন কোচ ক্লপই নাকি লিভারপুল মালিকদের প্রথম পছন্দ। এও শোনা যাচ্ছে, ক্লপ নাকি লিভারপুলকে বলে দিয়েছেন, তিনি কোচ হতে আগ্রহী। শর্ত একটাই, ফুটবলার সই করানোর ব্যাপারে তাঁকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে। রজার্স নাকি তাঁর বন্ধুদের বলে এসেছেন, ফুটবলার সই করার ব্যাপারে তিনি কখনও নিজের মতামত দিতে পারতেন না। ক্লপ সেই প্রসঙ্গটাই তুলেছেন। ক্লপকে যদি নিতান্তই সই করাতে না পারে লিভারপুল, তা হলে কার্লো আন্সেলোত্তিও নজরে রয়েছে তাদের।

কোচেদের এই ডামাডোলের বাজারে আর্সেন ওয়েঙ্গার স্বস্তিতে আছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-০ হারিয়ে আত্মবিশ্বাসী আর্সেনাল কোচ। অনেক বিশেষজ্ঞের মতে, আর্সেনাল নাকি এই মরসুমে প্রিমিয়ার লিগ জেতার ক্ষমতা রাখে। ওয়েঙ্গার বলছেন, ‘‘প্রিমিয়ার লিগে আমরা শেষ দুটো ম্যাচে আট গোল করেছি। মঙ্গলবার রাতে অলিম্পিয়াকোসের সঙ্গে হারের পরে ভাল জবাব দিয়েছে দল।’’ শোনা যাচ্ছে, ওয়েঙ্গার নাকি দলের দুর্বল জায়গা হিসাবে দেখছেন সেন্টার ফরোয়ার্ড পজিশনকে। জানুয়ারিতেই নাকি নতুন স্ট্রাইকার সই করবেন ওয়েঙ্গার। পাশাপাশি আবার হেরে লুই ফান গল ফুটবলারদের একহাত নিয়েছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটে়ড কোচ ফান গল বলছেন, ‘‘আমি এটা আশা করিনি। আমি অবাক, যে গেমপ্ল্যান অনুযায়ী আমরা খেলতে পারলাম না।’’

jose mourinho jurgen klopp liverpool liverpool coach
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy