Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিরাট-পেন কথা আসলে মশকরা, বলছেন কোচ

পার্‌থে সদ্যসমাপ্ত টেস্টে কোহালি-পেনের মধ্যে নির্দিষ্ট কিছু কথাবার্তা নিয়ে সম্প্রতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে চলতি টেস্ট সিরিজের আবহাওয়া।

নজরে: উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে আসরে ল্যাঙ্গার। ফাইল চিত্র

নজরে: উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে আসরে ল্যাঙ্গার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৩
Share: Save:

বিরাট কোহালি ও টিম পেনের বাগ্‌যুদ্ধ নিয়ে যখন সরগরম চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ, মাঠে দুই অধিনায়কের একে অপরকে আক্রমণ নিয়ে জল্পনা যখন হার-জিত নিয়ে চর্চাকেও পিছনে ফেলে দিতে চলেছে, তখন এই আগুন কিছুটা হলেও নেভানোর চেষ্টায় আসরে নামলেন খোদ অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। এই দাবি করে যে, তাঁদের কথোপকথনে কোথাও আক্রমণের ছিটেফোঁটাও ছিল না। পুরোটাই নাকি নিজেদের মধ্যে হাসি-মশকরা। এবং তিনি তা উপভোগও করেছেন বলে জানিয়ে দেন ল্যাঙ্গার।

পার্‌থে সদ্যসমাপ্ত টেস্টে কোহালি-পেনের মধ্যে নির্দিষ্ট কিছু কথাবার্তা নিয়ে সম্প্রতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে চলতি টেস্ট সিরিজের আবহাওয়া। সেই আবহাওয়া ঠান্ডা করতেই ল্যাঙ্গার সাংবাদিকদের বলেন, ‘‘আমার মনে হয়, কাউকে অপমান করার প্রবণতা ছিল না কারও। এর মধ্যে কোনও আগ্রাসন নেই। এটা পুরোটাই মজা করে একে অপরের সঙ্গে খুনসুটি করার জন্য বলেছে। টেস্ট ম্যাচে এ সব একটু আধটু হওয়া দরকার। অস্ট্রেলীয়রা হাসি-মশকরা করতেই অভ্যস্ত।’’

অস্ট্রেলিয়ার কোচ বরং মনে করেন, দ্বিতীয় টেস্টে এক সময় ভারতীয়রা আগ্রাসী হয়ে ওঠা সত্ত্বেও তাঁর দলের ছেলেরা নিজেদের সংযত করে নিয়েছেন। ল্যাঙ্গারের বক্তব্য, ‘‘তৃতীয় দিনের খেলায় ভারত বোধহয় একটু আগ্রাসীই হয়ে পড়েছিল। এটাই তো টেস্ট ক্রিকেট। ওই সময় নিজেদের দক্ষতা দিয়ে মাঠে দাঁড়িয়ে থাকাটা দরকার ছিল। আশা করি, আমাদের ছেলেরা এই টেস্টে সেটাই করতে পেরেছে।’’

আরও পড়ুন: পরীক্ষা আগে না আইপিএল, ধন্দে প্রয়াস

অতীতের ক্রিকেটে এমন ঘটনার কথা মনে করিয়ে দিয়ে ল্যাঙ্গার বলেন, ‘‘ডেনিস লিলি ও জাভেদ মিয়াঁদাদের দিন এখন অতীত। অ্যান্ড্রু সাইমন্ডস একবার এক দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। এটা আমার দেখা সেরা মুখোমুখি লড়াই বলতে পারেন। কিন্তু এখন যা পরিবেশ আর চারদিকে যে রকম ঝাঁকে ঝাঁকে ক্যামেরা তাক করে রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা ভাবাই যায় না। পেন ও বিরাট একে অপরের মুখোমুখি হয়েছিল ঠিকই কিন্তু তাতে বিদ্বেষমূলক কিছু ছিল বলে মনে হয় না।’’

আরও পড়ুন: বুমরাকে দেখে জেফ থমসনের কথা মনে পড়ে যাচ্ছিল আমার

বল-বিকৃতি কাণ্ডের পর এই প্রথম টেস্ট জয় অস্ট্রেলিয়া দলকে যতটা না আনন্দ দিয়েছে, তার চেয়ে বেশি যে স্বস্তি দিয়েছে, তা কোচের কথাতেই স্পষ্ট। বলেন, ‘‘ঋষভ পন্থ যখন আউট হল, তখন আমি হাঁফ ছেড়ে বাঁচি। পন্থ খুব বিপজ্জনক ব্যাটসম্যান। ও আউট হওয়ার পরে মনে হল, এ বার আমাদের উপভোগ করার সময় এসেছে।’’ দ্বিতীয় টেস্টের সেরা নেথান লায়নের প্রশংসায় পঞ্চমুখ কোচ। বলছেন, ‘‘ও শুধু একটা দিক থেকে রান আটকেই রাখে না, উইকেটও নেয়। ওর মতো বোলার আমাদের খুব দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE